ad
ad

Breaking News

Allu Arjun

এবার বলিউডে ‘পুষ্পা’, বনশালির সিনেমায় দেখা যাবে আল্লু অর্জুনকে

তখন অবশ্য কি কারণে আল্লু অর্জুনের মায়ানগরীতে আগমন সেটা যায়নি।

This time 'Pushpa' will be seen in Bollywood, Allu Arjun will be seen in Bhansali's film

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: অল্লু অর্জুন। নামটাই শেষ কথা। ‘পুষ্পা’তে এখনো বুদ গোটা দেশ। তবে এবার ‘পুষ্পা’ রাজ করতে চলেছেন বলিউডে। সূত্রের খবর, এবার সঞ্জয় লীলা বানসালির ছবিতে দেখা যেতে চলছে দক্ষিণী সুপারস্টারকে। দুজনের মধ্যে প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পরিচালকের সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেতাকে। আসলে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন অল্লু অর্জুন। 

তখন অবশ্য কি কারণে আল্লু অর্জুনের মায়ানগরীতে আগমন সেটা যায়নি। যদিও বিকেলে সঞ্জয় লীলা বনশালির অফিস থেকে বের হতে দেখা যায় আল্লু অর্জুনকে। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভোলেননি ছবি শিকারীরা। বনশালির অফিসে আল্লু অর্জুনের এই আগমনকেই দুয়ে দুয়ে চার করছেন নেটিজেনরা। তবে সঞ্জয় লীলা বানসালির কোন ছবিতে আল্লু অর্জুনকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাজিলের অভিনয় মুগ্ধ করছে সকলকে। ছবির অ্যাকশন, গান ও অভিনেতাদের অভিনয় দারুণ মন জয় করেছেন দর্শকের। আল্লু এবং তাঁর গোটা টিম ছবিটির সাফল্যের জন্য অনুগামীদের ধন্যবাদ জানিয়েছেন। সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’-র দুর্দান্ত অ্যাকশন ছাড়াও, রশ্মিকার সঙ্গে আল্লুর রসায়ন একেবারে নজরকাড়া। মুক্তির ১ মাসের মধ্যেই ১৮৩১ কোটির ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। ছবির এখন ২০০০ কোটি ছোঁয়া শুধুই সময়ের অপেক্ষা।