ad
ad

Breaking News

The Bengal Chapter

অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজার

‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’, নীরজ পান্ডের এই সিরিজ বহু প্রতীক্ষিত। ঘোষণার পর থেকেই এই সিরিজ নিয়ে উন্মাদনা যেন বাঁধ মানছিল না।

The wait is over, the teaser of 'Khaki: The Bengal Chapter' is out

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’, নীরজ পান্ডের এই সিরিজ বহু প্রতীক্ষিত। ঘোষণার পর থেকেই এই সিরিজ নিয়ে উন্মাদনা যেন বাঁধ মানছিল না। সব থেকে বেশি আকর্ষণীয় ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ এর কাস্টিং। টলিউডের একঝাঁক তারকাকে দেখা গেল সিরিজের টিজার। সোমবার প্রকাশ্যে এসেছে ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ এর টিজার।

প্রসেনজিৎ চট্টোপাধ‌্যায় থেকে শুরু করে জিৎ, পরমব্রত চট্টোপাধ‌্যায়, শাশ্বত চট্টোপাধ‌্যায় সকলেই এক সে বার কর এক। তবে সিরিজের টিজারে সব থেকে বেশি নজর কেড়েছে জিৎ এবং প্রসেনজিতের উপস্থিতি। এই সিরিজ দিয়েই প্রথমবার একসঙ্গে দেখা যাবে বাংলার দুই সুপারস্টার জিৎ এবং প্রসেনজিতকে। তাও আবার বাংলা না সোজা হিন্দি সিরিজে। স্বাভাবিকভাবেই নীরজ পান্ডের ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ এককথায় চমকে দিয়েছে সকলকে।

‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’ এর টিজারে দেখা গিয়েছে, ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন জিৎ। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুলিশের ভূমিকাতে পরমব্রত। শাশ্বতকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে। তাঁর ঠোঁটের কোণে চিলতে হাসি। অন্য দৃশ্যে তিনি নিজেই কপালে ঠেকাচ্ছেন পিস্তল।

এছাড়াও টিজারে দেখা মিলল ঋত্বিক ভৌমিক, চিত্রাঙ্গদা সিং, আদিল জাফর খান এবং মিঠুনপুত্র মিমো চক্রবর্তী, পূজা চোপরাদের। টিজারের একেবারে শুরুতে টানটান উত্তেজনা। বন্দুক, কার্তুজের ঝলক,পুলিশ, রাজনীতি ও খুনখারাপির কোলাজে জমজমাট দৃশ্যগুলি নিঃসন্দেহে চোখ ফেরাতে দেবে না আপনাকে। জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে নীরজ পান্ডের ‘খাকি: দ‌্য বেঙ্গল চ‌্যাপ্টার’। সব মিলিয়ে বলা যায় এই সিরিজ মুক্তির অপেক্ষায় মুখিয়ে রয়েছেন আপামর বাঙালি সহ সমস্ত সিনেপ্রেমীরা।