ad
ad

Breaking News

Parambrata Chatterjee

Parambrata Chatterjee: ওপার বাংলায় পরমব্রতর ‘আজব কারখানা’! ঢাকায় মুক্তি পাচ্ছে ‘আজব কারখানা’

অবশেষে ঢাকায় মুক্তি পাচ্ছে পরমব্রত অভিনীত ছবি আজব কারখানা। শবনম ফেরদৌসি পরিচালিত আজব কারখানায় পরমব্রত লুক প্রকাশ্যে আসে দুই বছর আগেই।

The ultimate 'strange factory' in Bengal! 'Strange Factory' is being released in Dhaka

সংগৃহীত

Bangla Jago Desk: অবশেষে ঢাকায় মুক্তি পাচ্ছে পরমব্রত অভিনীত ছবি আজব কারখানা। শবনম ফেরদৌসি পরিচালিত আজব কারখানায় পরমব্রত লুক প্রকাশ্যে আসে দুই বছর আগেই। তবে অজানা কোনও কারণের জেরে মুক্তি পায়নি ছবিটি। গত বৃহস্পতিবার নিজের জন্মদিনের দিন ঢাকায় ছবির প্রচারে এসেই ছবিটি মুক্তির দিন ঘোষণা করেন পরমব্রত। আগামী ১২ জুলাই ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজব কারখানা। রবিবার মুক্তি পেল ছবির ট্রেলার। 

[ আরও পড়ুন: Nabanna: সরকারি নথি ফাঁস রুখতে সিসিটিভি নবান্নে, নজরদারি অন্য তিন দফতরেও

 ‘আজব কারখানা’য় রাজীব নামে রক-তারকার ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও রকগানের মেলবন্ধনের গল্প বলবে ‘আজব কারখানা’। সিনেমাতে থাকবে পাঁচটি মৌলিক গান। যার মধ্যে কবি হেলাল হাফিজের চারটি কবিতাকে গানে রূপ দেওয়া হয়েছে।এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে র‌্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parambrata Chattopadhyay (@parambratachattopadhyay)

 সৈয়দা নিগার বানুর লেখা গল্প ‘আজব কারখানা’ সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক-পরিচালক সামিয়া জামান। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে কলকাতার পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলি, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য। বলিউড-টলিউডের পরে এবার নিজের অভিনয়ের মাধ্যমে ওপার বাংলার মানুষদের মনে জায়গা করে নিতে প্রস্তুত অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।