ad
ad

Breaking News

'Aranya's Old Proverb

Aranyar Prachin Probad: শিলাজিতের কন্ঠে প্রাচীন প্রবাদের ঝাঁঝ মুক্তি পেল ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ ছবির থিম সং

ক্রীড়া সাংবাদিক দুলাল দে-র হাত ধরে শহরে আসছে নতুন গোয়েন্দা। ফেলুদা, ব্যোমকেশদের পর শহরে এবার নতুন গোয়েন্দা অরণ্য।

The theme song of the film 'Aranya's Old Proverb' was released in the voice of Shilajit.

সংগৃহীত

Bangla Jago Desk: ক্রীড়া সাংবাদিক দুলাল দে-র হাত ধরে শহরে আসছে নতুন গোয়েন্দা। ফেলুদা, ব্যোমকেশদের পর শহরে এবার নতুন গোয়েন্দা অরণ্য। বড়পর্দায় মুক্তি পেতে চলেছে জীতু কমল অভিনীত ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এই প্রথমবার দুলাল দে-র হাত ধরেই বড়পর্দায় গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন জীতু কমল। রবিবার মুক্তি পেল ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ ছবির থিম সং ‘আসছে আরণ্য’।

[ আরও পড়ুন: Bokabaksho te bondi review: আসল-নকলের ঘেরাটোপে বন্দি অপলা, পরতে পরতে রয়েছে রহস্যের মোড়ক

আগামী ৫ জুলাই মুক্তি পেতে চলেছে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জীতু কমল। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। রানাঘাটের পটভূমিকায় এই গল্পে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন জীতু। তবে এই গোয়েন্দার গল্প বাকি গোয়েন্দাদের থেকে একটু আলাদা। এই গোয়েন্দা একদিকে যেমন অনায়াসে ক্রিকেটের বাইশ গজে ঝড় তুলতে পারে অন্যদিকে পেশায় ডাক্তারও। গল্পে দেখা যাবে এক চিকিৎসকের মৃত্যুর সঙ্গে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে অরণ্য। কীভাবে সেই এক চিকিৎসকের মৃত্যু হল ছবিতে তারই রহস্য উন্মোচন করবেন অরণ্য চ্যাটার্জী।

 আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, এরপর রবিবারই মুক্তি পেল ছবির থিম সং। শুভদীপ গুহর লেখা এবং কম্পোজ করা গানে শিলাজিৎ মজুমদারের কণ্ঠে শোনা গেল ‘আসছে অরণ্য’। পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে অভিনয়ও করতে দেখা যাবে। সিআইডি ইন্সপেক্টরের সুদর্শন হালদারের চরিত্রে দেখা যাবে শিলাজিৎকে। অরণ‌্য আর সুদর্শন সম্পর্কে শ‌্যালক-জামাইবাবু। তাঁর হাত ধরেই গোয়েন্দাগিরির গল্প লিপিবদ্ধ হবে।জীতু, শিলাজিৎ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায়, রাফিয়াত রাশিদ মিথিলা, সায়ন ঘোষ, লোকনাথ দে, শুভদীপ গুহ, প্রতীপ মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য’র মতো অভিনেতা। অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে এক আলাদা স্বাদের এই গোয়েন্দা গল্প দর্শকদের কতটা মন জয় করতে পারে এখন সেটাই দেখার।