Bangla Jago Desk: এ যেন কোন সিনেমা কিংবা সিরিয়ালের গল্প। বিচ্ছেদের এক বছর পরে প্রাক্তন প্রেমিককে খুন। খুন প্রাক্তন প্রেমিকের বান্ধবীও। এই ঘটনায় এবার খবরের শিরোনামে অভিনেত্রী নার্গিস ফকরি। জোড়া খুনের অভিযোগে গ্রেফতার অভিনেত্রীর বোন আলিয়া ফকরি। নিজের প্রাক্তন প্রেমিক এবং তাঁর বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ নার্গিসের বোনের বিরুদ্ধে।
Pakistani woman, who’s sister is a huge Hindi-language movie star in India, charged with burning her ex-boyfriend and another woman alive in Queens.
Aliya Fakhri, 43, set the home of Edward Jacobs, 35, on fire, killing both him and Anastasia Ettienne, 33. pic.twitter.com/JP2mQjRJny
— National Conservative (@NatCon2022) November 29, 2024
সূত্রের খবর, ঘটনাটি ঘটে নিউইয়র্কের কুইন্সে। একটি গ্যারেজে ছিলেন আলিয়ার প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবস এবং তাঁর বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। এমন সময় আবর্জনার স্তূপ জ্বালিয়ে আগুন লাগিয়ে দেন নার্গিসের বোন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। এই ঘটনায় অনেকে আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতেও রাজি হয়েছে। এমনকি তাদের মধ্যে একজন জানিয়েছে প্রায়শই প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিত আলিয়া। তবে সত্যিই যে এমন কান্ড ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। সূত্রের খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গিয়েছে।
সব অভিযোগ সত্ত্বেও মেয়েকে রক্ষা করেছেন আলিয়ার মা মেরি। তার মতে, আলিয়া এমন অপরাধ করতে পারেন না। তাঁর মতে,”আমি মনে করি না সে কাউকে মেরে ফেলবে। সে সবার জন্য যত্নশীল এবং পরোপকারী”। আলিয়ার প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জেকবসের মায়ের কথায়, বছর খানেক আগেই আলিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল জেকবসের। এরপরেও নাকি নানা অজুহাতে জেকবসের সঙ্গে দেখা করতেন নার্গিসের বোন। অপরদিকে,অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন জেকবসের শুধু বন্ধু ছিলেন, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না বলেই জানিয়েছেন তিনি। গোটা ঘটনা এই মুহূর্তে তদন্তাধীন।