ad
ad

Breaking News

Anyana Pandey

নতুন প্রেমের গুঞ্জন সিলমোহর অন্যনার

বলিউড অভিনেত্রী অন্যনা পান্ডে। বরাবরই তার অভিনয় থেকে ফ্যাশন, প্রেম টক অফ দ্যা টাউন। গত দুবছর ধরে অন্যনা পান্ডে আর আদিত্য রয় কাপুরের সঙ্গে তার প্রেম ছিল চর্চার বিষয়।

The new love rumor is sealed by another

Bangla Jago Desk: বলিউড অভিনেত্রী অন্যনা পান্ডে। বরাবরই তার অভিনয় থেকে ফ্যাশন, প্রেম টক অফ দ্যা টাউন। গত দুবছর ধরে অন্যনা পান্ডে আর আদিত্য রয় কাপুরের সঙ্গে তার প্রেম ছিল চর্চার বিষয়। ভ্যাকেশন থেকে ফ্যাশন শো অন্যনা-আদিত্যর কেমিস্ট্রি ধরা পড়েছিল সর্বত্র। তবে হঠাৎ করেই সামনে আছে তাদের বিচ্ছেদের খবর। প্রকাশ্যে কেউ কিছু না বললেও তাদের সম্পর্কে যে তিক্ততা এসেছে তা স্পষ্ট। প্রেম ভাঙার পর কিছুটা ভেঙেও পড়েছিলেন অন্যনা। তবে না আর পুরোনো প্রেম নিয়ে ভাবতে চান না অন্যনা। এবার নতুন প্রেমে মত্ত চাঙ্কি কন্যা।

[আরও পড়ুনঃ আলোর উৎসবে পুড়ল রাজধানী দিল্লি, অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু তিনজনের

তবে কে সেই প্রেমিক? কার প্রেমে মশগুল অন্যনা? গুঞ্জন, ওয়ালকার ব্লানকোর প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন নায়িকা। আরও জানা যাচ্ছে, নতুন প্রেমিকের নামের লকেটও নাকি বানিয়েছেন অন্যনা। নিশ্চয়ই ভাবছেন কি এই ওয়ালকার ব্লানকোর? সূত্রের খবর, পেশায় মডেল অন্যনার মনের মানুষ। তবে এখানেই শেষ নয় সূত্রের আরও খবর, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। তবে কিভাবে শুরু হল অনন্যার এই নতুন প্রেম কাহানি? চলুন তাহলে একটু খোলসা করে বলি।

শুরুটা হয়েছিল অনন্ত আম্বানি বিয়েতে। গোটা বিয়েতে এক অপরের সঙ্গে সময় ও কাটিয়েছেন লাভ বার্ডস। তবে বিয়ে শেষ হলেও তাদের এক পরের প্রতি মুগ্ধতা কাটছে না তা তাদের সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই স্পষ্ট। তবে নিজেদের সম্পর্ক নিয়ে একেবারে মুখে কুলুপ দুজনের। তবে গুঞ্জন যাই হোক অন্যনা আর ওয়ালকার ব্লানকোর প্রেম এখন টক অফ দ্যা টাউন।

[আরও পড়ুনঃ বাংলা ভাষাকে অসম্মান, রবি ঠাকুরের গান নিয়ে মশকরা! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শ্রীজাতের