Bangla jago Desk: দুর্গা পুজোয় আবারও বড় পর্দা কাঁপাতে আসছে দেব। ১৯ শে অক্টোবরই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বাঘাযতীন। ৯ সেপ্টেম্বরই মুক্তি পেয়েছে এই ছবির টিজার। ২০ শে অক্টোবর সারা দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাবে বাঘাযতীন। ইতিমধ্যেই জোরকদমে চলছে প্রচার পর্ব। এবার প্রকাশ্যে এল এই ছবির প্রথম গান এই দেশ আমার। অনুরাগীদের চমক দিয়ে একেবারে অন্যরকম ভাবে এই গানের লাইভ প্রমোশান হল শহর কলকাতার রাস্তায়। মঞ্চ বেঁধে এদিন গানে গানে ধরা দিলেন বাঘাযতীনের তারকারা। উপস্থিত লছিলেন- দেব, রূরপম ইসলাম, পরিচালকগ অরূন রায়, সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধঅ্যায় সহ আরও অনেকে।
ব্রিটিশ শাসনের বেরাজাল থেকে দেশকে স্বাধীন করানোর পেছনে বহু সংগ্রামীর যে অক্লান্ত পরিশ্রম ছিল, তা আমরা পড়েছি ইতিহাসের পাতায়। তারই ঝলক চাক্ষুষ করা যাবে বাঘাযতীন ছবির হাত ধরে। পুলিশের হাত থেকে বাঁচতে একাধিক ছদ্মবেশ ধারন করা, নিজের বাড়ি থেকে অনেক দূরে গা ঢাকা দিয়ে থাকা, লড়াইয়ের জন্য যুবক-যুবতীদের তৈরি করা- এরকম নানা মূর্তের ঝলক মিলেছে এই দেশ আমার গানে। যে গান শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিতে বাধ্য। রূপম ইসলামের কণ্ঠে এই দেশ আমার গান মুক্তির জন্য আয়োজিত হয় শহর কলকাতার বুকে এক বিশেষ অনুষ্ঠান। তবে কোনও শপিং মল বা পাঁচ তারা রেস্তোতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। একেবারে শহরের রাস্তায় অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান।
ব্যোমকেশ থেকে এবার বাঘাযতীন রূপে ধরা দিচ্ছে দেব। অরূন রায় পরিচালিত স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বাঘাযতীনের গোটা টিম। এর আঘে ছবির টিজার শেয়ারহ করে দেব সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন- বাঘাযতীন এক বঙ্গসন্তান, যার হুঙ্কারে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। সেই মহান বলিদান ও লড়াইয়ের বীরগাঁথা নিয়ে আসছি আমরা। আর এবার এই ছবি ও ছবির প্রথম গান সম্পর্কে গল্প বলতে গিয়ে দেব জানালেন তবে এবার অন্যরকমভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে তিলোত্তমার বুকে মুক্ত মঞ্চে দেবের প্রমোশনাল স্ট্র্যাটেজি সত্যিই বাড়তি আকর্ষন তৈরি করেছে দর্শদের মধ্যে।