Bangla Jago Desk: বলিউডের সেলেবদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী রেখা। বয়সের হিসাবে প্রায় ৭০ ছুঁইছুঁই তিনি। তবে এখনও ‘চিরসবুজ’ অভিনেত্রী। তাঁর ভক্তের তালিকায় আছেন গোটা দেশের দর্শক। তবে আজকাল অনুরাগীদের সঙ্গে ক্যামেরায় বন্দি হতে গিয়ে রেগে আগুন হচ্ছেন বলিউড সেলেবরা। তা শাহরুখ হোক বা সলমন কিংবা সঞ্জয় দত্ত। স্টারদের এমন আচরণে মাঝে মধ্যে নিন্দার ঝড় উঠছে সোশাল মিডিয়ায়। সম্প্রতি এক ফিল্মি অনুষ্ঠানে রেখার সঙ্গে এক অনুরাগী সেলফি তুলতে চাইলে, অনুরাগীর গালে চড় মারেন রেখা। এমনকী, শেষমেশ সেলফিও তোলেন না। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে যায় নেটপাড়ায়।
সাবেকি পোশাকে এক ফিল্মি অনুষ্ঠানে হাজির হয়েছেন রেখা। সঙ্গে তাঁর চেনা রূপটান। ঠোঁটে লাল লিপস্টিক, সিঁথি ভরা সিঁদুর। রেখাকে দেখেই তাঁর ছবি তোলার জন্য ঘিরে ধরেছিলেন চিত্রগ্রাহকেরা। সেখানেই এক রেখার ভক্ত অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। ব্যস, হঠাৎই রেগে যান রেখা। তার পর অনুরাগীর গালে কষিয়ে চড়! যদিও রাগের বশে অনুরাগীকে চড় কষাননি রেখা। ভিডিয়ো থেকে স্পষ্ট, মজার ছলেই ওই কাজ করেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, মহিলা সহকারী ফরজানার সঙ্গে নাকি সহবাস করেন রেখা!
View this post on Instagram
সম্প্রতি অভিনেত্রীর আত্মজীবনীর এমন বিস্ফোরক দাবী নিয়ে সমাজ মাধ্যমের পাতায় শোরগোল পড়ে গিয়েছিল। তবে চিরকালই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে নিজের শর্তে বাঁচেন। কর্মজীবনের শিখরে থাকাকালীন অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তবে সেই সব জল্পনায় জল ঢেলে ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা।