ad
ad

Breaking News

তেজস

এয়ারফোর্স পাইলটের চরিত্রে রণহুংকার কঙ্গনার

Bangla Jago Desk: গান্ধী জয়ন্তীতেই প্রকাশ্যে এসেছিল তেজসের ট্রেলার। ২ অক্টোবরই  নিজের নতুন এই ছবির টিজার প্রকাশ্যে এনে দেশপ্রেমকে উসকে দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। পাশাপাশি এও তিনি  জানিয়েছিলেন, তেজস মুক্তি পেতে চলেছে  ২৭ তারিখ। এবার এলো নতুন গান সাইয়া ভে। একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন কঙ্গনা। কিন্তু তারপরও হিট ছবির দেখা না থাকলেও হাল […]

Bangla Jago Desk: গান্ধী জয়ন্তীতেই প্রকাশ্যে এসেছিল তেজসের ট্রেলার। ২ অক্টোবরই  নিজের নতুন এই ছবির টিজার প্রকাশ্যে এনে দেশপ্রেমকে উসকে দিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। পাশাপাশি এও তিনি  জানিয়েছিলেন, তেজস মুক্তি পেতে চলেছে  ২৭ তারিখ। এবার এলো নতুন গান সাইয়া ভে।

একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন কঙ্গনা। কিন্তু তারপরও হিট ছবির দেখা না থাকলেও হাল ছাড়ছেন না কঙ্গনা রানাওয়াত। জয়ললিতা, ধকড় বক্স অফিসে সেভাবে আশার আলো দেখাতে পারেনি। এমনকি সম্প্রিত মুক্তপ্রাপ্ত ছবি চন্দ্রমুখী ২-ও সিনে দুনিয়ায় সেবাবে সাড়া ফেলতে পারছে না। তবে লাগাতারভাবে ব্যর্থতার পরও বারবার করে উঠে দাঁড়িয়েছেন তিনি। এই ছবিতে কঙ্গনার নাম তেজস গিল। কঙ্গনা ছাড়াও ছবিতে রয়েছেন, আশিস বিদ্যার্থী, অংশুল চৌহান, বরুণ মিত্র, বিশক নায়ার।

https://youtu.be/R6XuEXHvmyU?si=s-dcCWU1JOnu5iNJ

সরভেশ মেওয়ারা পরিচালিত এই ছবি ঘিরে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ তৈরি হয়েছে৷ শত্রুপক্ষকে আকাশপথে পরাজিত করতে ভারতের অন্যতম অস্ত্র তেজস। ফাইটার জেট তেজস এয়ারফোর্সের অন্যতম হাতিয়ার| তার সঙ্গে ছবির মিল না থাকলেও মিল রয়েছে নামে। আসলে এই ছবিতে কঙ্গনাকে দেখা যাবে এয়ারফোর্স অফিসার তেজস গিলের ভূমিকায়। তিনি আকাশ পথে দেশের হয়ে যুদ্ধে সামিল হবেন| তবে পরিচালক আগেই জানিয়েছিলেন এই ছবি বায়োপিক নয়।

Free Access