ad
ad

Breaking News

Yeh Kaali Kaali Ankhein

খলনায়ক অবতারে আসছেন তাহির

সম্প্রতি সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত বহুল প্রত্যাশিত ইয়ে কালি কালি আঁখে সিজন টুর টিজার সামনে এল।

Tahir is coming in a villainous avatar

Bengal Jago Desk: সম্প্রতি সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত বহুল প্রত্যাশিত ইয়ে কালি কালি আঁখে সিজন টুর টিজার সামনে এল। খুব শীঘ্রই মুক্তি পাবে সিরিজের দ্বিতীয় সিজন। ২০২২-এ মুক্তিপ্রাপ্ত এই ক্রাইম থ্রিলারের প্রথম সিজনের থেকেও নতুন সিজনটি আরও রোমাঞ্চকর হতে চলেছে। পাশাপাশি থাকছে নানান টুইস্ট অ্যান্ড টার্ন। এই রোমান্টিক ক্রাইম থ্রিলার সিরিজের দ্বিতীয় সিজনে মুখ্য অভিনয় করেছেন তাহির রাজ ভ্যাসিন, শ্বেতা ত্রিপাঠি, এবং আঁচল শুক্লা। সিরিজের সিজন টু কেমন হল চলুন তাই এবার দেখে নিই।