ad
ad

Breaking News

Swara Bhasker Shared Meme

Swara Bhasker: প্রতিবাদী সুরে, হারের তৃপ্তি! “শ্রীরামের বদনাম করেছে যারা তাদের জয় সিয়ারাম”: স্বরা ভাস্কর

ফৈজ়াবাদে বিজেপির এই হারের খবরটি নিয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট ‘শেয়ার’ করে অভিনেত্রী লেখেন, ‘‘শ্রীরামের নাম যারা বদনাম করেছে, যারা শ্রীরামের নাম নিয়ে পাপ করেছে, তাদের জয় সিয়ারাম।’’

Swara Bhasker Shared Meme, After BJP Lost The Seat From Where The 'Ram Mandir' Is Located

ঐতিহাসিক হারের পর মিম শেয়ার করা থেকে বিরত হননি, স্বরাও। কি বললেন অভিনেত্রী? জানুন। ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: সূর্য দেবের আশীর্বাদে, ‘রাম লালা’র কপালে সূর্য তিলক হোক কিংবা কঙ্গনার হাতে ঝাটা নিয়ে অযোধ্যার রাম মন্দির প্রাঙ্গন ধুয়ে পরিষ্কার করা। সবটা নজরে রেখেছিলেন অযোধ্যার রাজপুত্র! ৪ তারিখ, ২০২৪ এর লোকসভা নির্বাচনের ফলাফল, ২০০৭ সালের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে যুবরাজের ৬ বলে ৬টা ছয়ের মতোই জনগণ নিজের রায় জানাবেন কিছুটা আঁচ করতে পেরেছিলেন নরেন্দ্র মোদী নিজেও। তাই শেষ ভরসা হিসেবে বার বার উঠে এসেছিল চন্দ্রবাবু এবং নীতিশের নাম। তবে এক নিমেষে যোগির গড় এভাবে ভেঙে যাবে তাও তাসের ঘরের মতো তা বোধহয় স্বপ্নেও আশা করেননি ‘ভদ্রলোক’ নিজেও। তবে আযোধ্যায় বিজেপির পতনে খুশি হয়েছেন বলিউডের অত্যন্ত পরিচিত মুখ, ‘ভিরে দি ওয়েডিং’র সাক্ষী। এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছিলেন উত্তর প্রদেশে অযোধ্যায় বিজেপির হারের পর একটি মিম পোস্ট।

আরও পড়ুনঃ

Bonny Koushani: ভোট মিটতেই কলকাতা ছাড়লেন কৌশানী , কিন্তু কেন?

উত্তর প্রদেশে যোগী আদিত্য নাথের মুখ থুবরে পড়া, কিংবা চূড়ান্ত এই পরাজয় কোথাও গিয়ে এক নিমেষে উধাও করে দেয় সেই বিষয়টিকেও যা নিয়ে বহুবার নরেন্দ্র মোদী সহ অমিত শাহ এবং সকল বিজেপি প্রার্থীদের বারবার সুযোগ করে দিয়েছিল কথা বলার। তা আর কিছুই নয়, ‘রাম মন্দির’। বিজেপির গর্ব। কোথাও গিয়ে বোধহয় মনে করা হয়েছিল এটিই হয়তো হয়ে দাঁড়াবে নির্বাচনে জেতার সবচেয়ে ভালো অস্ত্র। তাই চলতি বছরের ২২শে জানুয়ারি এই রামমন্দিরের প্রতিষ্ঠা হয়, এবং মন্দিরের কাজ সম্পূর্ণ না হলেও দ্রুত কিছুটা কাজ মিটিয়ে খুলে দেন সাধারণের জন্য গর্ভগৃহের দূয়ার। তবে রাম রক্ষে করল কোথাও? ফলাফল প্রকাশ্যে আসতেই লজ্জায় মুখ লুখিয়েছেন যোগি জি। সোশ্যাল মিডিয়া জুড়ে প্রকাশ্যে আশে একাধিক মিম!

ফৈজ়াবাদে বিজেপি পরাজিত হলে। যেখানে ‘রামমন্দিরে’র অধিষ্ঠান এবং বিজেপির নির্বাচনী প্রচারে যে মন্দিরের কথা বার বার উঠে এসেছে, সেখানেই এই ঐতিহাসিক হারের পর মিম শেয়ার করা থেকে বিরত হননি, স্বরাও। ফৈজ়াবাদে বিজেপির এই হারের খবরটি নিয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট ‘শেয়ার’ করে অভিনেত্রী লেখেন, ‘‘শ্রীরামের নাম যারা বদনাম করেছে, যারা শ্রীরামের নাম নিয়ে পাপ করেছে, তাদের জয় সিয়ারাম।’’

আরও পড়ুনঃ

Kangana Ranaut: বিমানবন্দরে কঙ্গনাকে থাপ্পর মহিলা জ‌ওয়ানের, সাসপেন্ড CISF জ‌ওয়ান

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের সময় কিংবা পঞ্জাব ও হরিয়ানায় কৃষক আন্দোলনের সময় স্বরাকে প্রতি মুহূর্তে প্রতিবাদী মেজাজে পাশে থাকতে দেখা গিয়েছিল আন্দোলনকারীদের হয়ে। এবং যার কারণে তাঁকে ট্রোলিং এর শিকার পর্যন্ত হতে হয়েছিল সে সময়। কিন্তু কখনোই নিজের অবস্থান থেকে এক বিন্দু সরে আসেননি স্বরা। এদিন তাঁর পোস্টে ‘সিয়ারাম’ শব্দবন্ধটি ব্যবহার করে স্বরা রামের সঙ্গে সীতার নাম যুক্ত করে সম্ভবত বোঝাতে চেয়েছেন নারীর অবস্থানও। যা আসলেই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকেই। পোস্টটি শেয়ার করা মাত্র মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। এবং অনেকেই ছিলেন যারা স্বরার এই পোস্টটির সঙ্গে নিজেদের সহমত বলেও দাবী করেন।