'Swami' couple's new song! 'Pushpa Two' with new surprise
Bangla Jago Desk: আসতে চলেছে ‘পুস্পা’র দ্বিতীয় পার্ট, পুস্পা টু। আবারও সেই ‘স্বামী’ জুটিকে পর্দায় একসাথে দেখা যাবে। পরিচালক সুকুমারের পরিচালনায় আবারও জুটি বেঁধেছেন পপুলার তেলেগু অভিনেতা অল্লু অর্জুন এবং গ্ল্যামারস অভিনেত্রী রশ্মিকা মন্দানা। সাথে থাকবেন ফাহাদ ফজিল।
বুধবার রিলিজ করেছে ‘angaaron’। যার পর দর্শকের মধ্যে আলাদাই উত্তেজনা দেখা গেছে। নতুন ধারাতে গানটিকে পরিচালনা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রশ্মিকার নাচ পুরো শ্যুটিং ফ্লোর জুড়ে। আজ্ঞে হ্যাঁ। শ্যুটিং ফ্লোরে অফ স্ক্রিন জুড়েই শ্যুট করা হয়েছে এই গানটি। ফ্যানদের অনেকেই মনে করছেন যে, শ্যুটিং র্যাপ আপ হওয়ার পরের সিকোয়েন্সকেই এভাবে গানে পরিণত করবার সিধান্ত নিয়েছেন পরিচালক সুকুমার। সঙ্গে গানে দেখা যাচ্ছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার নতুন ড্যান্স স্টেপ। শেষবার শাহরুখ খানের সিনেমা ‘ম্যায় হু না’তেও প্রায় একই ধরণের গানের দৃশ্য দেখা গিয়েছিল। ‘ইয়ে ফিজায়ে’গানটি, যা সিনেমার শেষে দেখানো হয়েছিল। এবার এই গানটির ক্ষেত্রেও এই একই অনুমান করা হচ্ছে যে, ছবির শেষে এই গানটিও দেখানোর পরিকল্পনা করছেন পরিচালক।
[আরও পড়ুন Virushka: নৈশভোজে ভিরুষ্কা! রেস্তোরাঁয় সময় কাটালেন ফ্যানদের সঙ্গে, এরপর কি বললেন বিরাট? জানুন]
সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি চলতি বছরের ১৫ই অগাস্ট ২০২৪ মুক্তি পাবে। তাই হাতে আর সময় একদম কম। ফ্যানদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। বুধবারই এই ছবির গানটি মুক্তি পাওয়ার পর তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই গানের গলা দিয়েছেন শ্রেয়া ঘোষাল।