Bengla Jago Desk: এবছর স্বচ্ছ ভারত মিশন অভিযান করেন অক্ষয় কুমার। তবে সেটা ভারতে নয় বিদেশের মাটিতে। নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে সাড়া দিয়ে অভিনেতাকে দেখা গেল, সমুদ্র সৈকতের গুটিকয়েক আবর্জনা পরিষ্কার করতে। আর সেই ভিডিও দেখেই রে রে করে উঠে নেটপাড়া। ভিডিওতে দেখা যায় পরনে সাদা শার্ট। কালো হাফ প্যান্ট। হাতে পেল্লাই সাইজের ঝাড়ু নিয়ে সৈকতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আবর্জনা একজায়গায় করতে দেখা যায় অক্ষয় কুমারকে।
আর সেই ছবি শেয়ার করে ‘বলিউড খিলাড়ি’ ক্যাপশনে লিখেছেন, “শুধু শরীর পরিষ্কার, পরিচ্ছন্ন রাখলেই হয় না। এটা যার যার মনের বিষয়। দেশের থেকে বাইরে থাকলেও স্বচ্ছ ভারত অভিযান থেকে বিরত থাকতে পারলাম না। তাই আমি বলব, যেখানেই থাকুন না কেন, অন্তত নিজের জায়গাটুকু পরিষ্কার রাখার চেষ্টা করুন। সেইসঙ্গে মনকেও বিশৃঙ্খলা মুক্ত রাখুন।” আর এই ভিডিও দেখেই রীতিমতো ক্ষেপে ওঠেন নেটিজেনরা।
যত্তসব ওভার অ্যাক্টিং বলে বলিউড খিলাড়িকে মন্তব্য করেন নিন্দুকেরা। কেউ বা কটাক্ষ করেছেন, ‘এই অতিরঞ্জিত অভিনয়ের জন্য ৫০ টাকা কাটা হোক।’ কেউ বা আবার গুটখার বিজ্ঞাপন করা নিয়েও কটুক্তি করলেন অক্ষয়কে। বললেন, ‘একদিকে স্বচ্ছ ভারত অভিযান করছেন, অন্যদিকে আবার গুটখার বিজ্ঞাপন! সবমিলিয়ে নান কটূক্তি তুমুল সমালোচনায় বিদ্ধ করা হয় অক্ষয় কুমারকে ।
Free Access