Bangla Jago TV Desk : সুস্মিতা প্রেমীদের জন্য উদ্বেগের খবর। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অ্যানজিওপ্লাস্টি করা হয়েছিল নায়িকার। নিজের অসুস্থতার খবর নিজে থেকেই সোশ্যাল পেইজে শেয়ার করেছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন মিস ইউনিভার্স। যদিও এখন অনেকটা স্থিতিশীল রয়েছেন তিনি। সেই সময় সুস্মিতা তার ইনস্টাগ্রামে বাবা সুবীর সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। নায়িকা নিজেই জানিয়েছিলেন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। পোষ্টের ক্যাপশনে সুস্মিতা লিখেছিলেন, ‘মনকে শক্ত ও খুশি রাখুন। এটি আপনাদের দুর্দিনে সব সময় আপনার সঙ্গ দেবে। যে সময় আপনার এটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এই কথাটি আমার বাবা বলেছিলেন। দুদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যানজিওপ্লাস্টিও হয়েছে। তবে এখন আমি নিরাপদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে আমার মন সত্যি বিশাল’। সম্প্রতি একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা তাঁর শারিরীক অবনতির কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য আরিয়া নামক একটি ওয়েব সিরিজের শুটিংয়ের সময় অভিনেত্রী ছিলেন জয়পুরে। সেই সময় তার এই হার্ট অ্যাটাক হয়। যার ফলে ওয়েব সিরিজটিতে অ্যাকশন দৃশ্য খুব অল্প সময়ের জন্যই দৃশ্যায়িত হয়েছিল। তবে তিনি জানান শারীরিক এই দুর্ভোগকে অভিনেত্রী একেবারে অন্য নজরে দেখছেন। তিনি মনে করছেন এটি তার পুনর্জন্ম। তার অভিনীত চরিত্র এবং নিজের জীবন সবটাই তিনি নতুন করে দেখতে শিখলেন।
FREE ACCESS