ad
ad

Breaking News

বয়ফ্রেন্ডের সঙ্গে ডাক্তারখানায় ছুটলেন সুস্মিতা, ফের কি হল অভিনেত্রীর ? 

রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক এক সময়ে শিরোনামে উঠে আসে

সংগৃহত

Bangla Jago Desk : রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক এক সময়ে শিরোনামে উঠে আসে। তারপর ওই সম্পর্কে নিজেরা যে ভালোই আছেন এবং একে অপরের সাথে যে ভালোই আছেন তাও নানা ভাবে প্রকাশ করেছেন। বেশ কিছু দিন সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার পর বর্তমানে প্রশ্ন উঠেছে অনুরাগীদের মনে যে রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক কি এখনও আছে নাকি, তাঁদের সম্পর্কে দাঁড়ি টেনেছেন।

[আরও পড়ুন: Mithun chakraborty: হাতে প্লাস্টার নিয়েই পথে! বিবেক জাগরণ যাত্রায় শামিল মিঠুন চক্রবর্তী]

এখন এই প্রশ্নই জোরালো হচ্ছে। এক সময় তাঁরা নিজেরাই সমাজমাধ্যমে ফাঁস করেছিলেন যে  এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে বেড়াতে চান না, তাই সম্পর্কে ইতি টানতে বাধ্য হচ্ছেন। তবে  কিছুদিন পরেই তাঁরা আবার একসাথে নিজেদের সামনে আনেন। বর্তমানে সুস্মিতার সঙ্গে ছায়াসঙ্গীর মতো রোহমনকে দেখা যায়। তবে এবার রোহমন-সুস্মিতা একদম নতুন ভাবে নিজেদের ধরা দিলেন বান্দ্রা এলাকার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। আর সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ছবি তুলতে ব্যস্ত হয়ে যান আলোকচিত্রীরা। যদিও ক্যামেরা দেখেই ইশারায় ছবি তুলতে নিষেধ করে দেন প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরী।

[আরও পড়ুন: রাধাষ্টমী তে বিপুল ভক্ত সমাগম মায়াপুরের ইস্কোনে, রাধারানীর কৃপা প্রার্থনা ভক্তদের]

জানা গিয়েছে বেশ কয়েক দিন ধরেই দাঁতের যন্ত্রণায় ভুগতে  অভিনেত্রী। আর সেই জন্যই তিনি চিকিৎসকের কাছে যান। গোটা মুখ অবশ করে দেওয়া হয় তাঁর। ফলে কথা বলতে অভিনেত্রীর যথেষ্টয় কষ্ট হয়। এমনকি তিনি হাসতেও পারছিলেন না। ইশারার মাধ্যমে অভিনেত্রী আলোকচিত্রীদের বুঝিয়ে দেন তাঁর দাঁতের যন্ত্রণার কথা।