ad
ad

Breaking News

Babli

উপন্যাস থেকে সোজা বড় পর্দায়, ‘বাবলি’র ভূমিকায় রাজ ঘরণী

জানুয়ারি মাসে ছবির ঘোষণা করেছিলেন পরিচালকরাজ চক্রবর্তী। নববর্ষে প্রকাশকরলেন টিজার।

Straight from the novel to the big screen, Raj Gharani in the role of 'Babli'

Bangla Jago Desk : জানুয়ারি মাসে ছবির ঘোষণা করেছিলেন পরিচালকরাজ চক্রবর্তী। নববর্ষে প্রকাশকরলেন টিজার। তাতেই নজর কাড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় আর সৌরসেনী মৈত্র।প্রেমের রাগ-অনুরাগের কথা বলে বুদ্ধদেব গুহর ‘বাবলি’।জনপ্রিয় এই উপন্যাসকেই সিনেমার পর্দায় তুলে ধরছেন পরিচালক।

 

চোখের পলকে শেষ হয়ে যায় টিজার। ২০২৪-এর ৩০ অগস্ট হলে আসছে বাবলি।যদিও, বুদ্ধদেব গুহর ‘বাবলি’ নিয়ে টলিউডে কাজের কথা এই প্রথম না। এর আগে রাজ চক্রবর্তী এই বিখ্যাত উপন্যাসটি নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন।

এমনকী ২০২০ সালে লেখক নিজেও জানিয়েছিলেন ‘বাবলি’ নিয়ে ছবি হবে। কিন্তু সেসময় করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি। এবার ফের বাবলি, অভির মতো চরিত্রগুলিকে বইয়ের পাতা থেকে ক্যামেরার সামনে তুলে আনার উদ্যোগ নিয়েছেন রাজ। ‘আবার প্রলয়’-এর পর তাঁর নতুন সিরিজ নিয়েও আশাবাদী সকলে।