ad
ad

Breaking News

Govinda

Govinda: আপাতত স্থিতিশীল গোবিন্দা, কবে বাড়ি ফিরবেন অভিনেতা?

গুলি অপসারণকারী ডাঃ রমেশ আগরওয়াল বলেন, ''অভিনেতার অবস্থা স্থিতিশীল এবং শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে।'' তবে, ডাঃ আগরওয়াল এক মাস বিশ্রামের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

Stable Govinda for now, when will the actor return home?

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : সুস্থ রয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গোবিন্দার স্ত্রী সুনিতা আহুজা। তিনি বলেন, ”সে ভালো আছে। আজ আমরা তাকে স্বাভাবিক ওয়ার্ডে ভর্তি করব। গতকালের থেকে অনেক ভালো আছে।  পরশু ছেড়ে দেওয়া হবে। সবার প্রার্থনায় সে সুস্থ হয়ে উঠেছে।”

গুলি অপসারণকারী ডাঃ রমেশ আগরওয়াল বলেন, ”অভিনেতার অবস্থা স্থিতিশীল এবং শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে।” তবে, ডাঃ আগরওয়াল এক মাস বিশ্রামের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

[ আরও পড়ুন : দাশমুন্সি বাড়ির উঠোনে উমা আসে না, বাজে না ঢাক,বিষাদে ঢাকা কালিয়াগঞ্জ ]

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে খবর পাওয়া যায় গোবিন্দের পায়ে গুলি লেগেছে। কলকাতায় আসার কথা ছিল গোবিন্দার। তার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা। তাঁর নিজের রিভলভার থেকেই নাকি এই বিপত্তি ঘটে। রিভলভারটি পরিষ্কার করার সময় ভুলবশত গুলি চলে যায়। আর গুলি গিয়ে লাগে তাঁর পায়ে। গলগল করে তাঁর পা থেকে রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  তড়িঘড়ি সেখান থেকে তাঁকে উদ্ধার করে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পা থেকে গুলিটি বের করা হয়। অপরদিকে জুহু পুলিশ এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। 

[ আরও পড়ুন : Bangladesh: উপদেষ্টাদেরও দিতে হবে সম্পদের হিসাব, জারি নয়া নীতিমালা ]

গোবিন্দার ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘গোবিন্দা কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি তার লাইসেন্স করা রিভলভারটি আলমারিতে রাখছিলেন এমন সময় এটি তার হাত থেকে পড়ে যায় এবং একটি গুলি তার পায়ে লাগে। ডাক্তার গুলি বের করে দিয়েছেন এবং এখন ভালো আছেন। তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন’। জুহু পুলিশ এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত করেছে এবং এই নিয়ে তদন্তও শুরু। পুলিশের ডেপুটি কমিশনার (জোন ৯) দীক্ষিত গেদাম জানান, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি দুর্ঘটনাবশত’। প্রাথমিকভাবে দুর্ঘটনার অনুমান করলেও পুলিশ এই ঘটনার সব দিকই খতিয়ে দেখছে।