ad
ad

Breaking News

Padatik Release Date

Padatik Release Date: অবশেষে বড়পর্দায় আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’

অবশেষ অপেক্ষার অবসান! পদাতিক ছবির মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

Srijit Mukherjee's 'Padatik' is finally coming to the big screen

সংগৃহীত

Bangla Jago Desk: অবশেষ অপেক্ষার অবসান! পদাতিক ছবির মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। স্বাধীনতা দিবসেই মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের তৈরি মৃণাল সেনের বায়োপিক পদাতিক। ছবিতে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

বড়পর্দায় আসছে কিংবদন্তী মৃণাল সেনের জীবনকাহিনী। আগামী ১৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষীত ছবি পদাতিক। পরিচালক মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আগেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার ও ট্রেলার। ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শকদের মন কেড়েছিল চঞ্চল চৌধুরীর লুক। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করলেন সৃজিত মুখার্জী।গত বছর ১৫ জানুয়ারী শুরু হয় ছবির শ্যুটিং। প্রসঙ্গত, গত বছরই মৃণাল সেনের জন্মশতবার্ষীকি ছিল।

[ আরও পড়ুন: Indian-origin doctor Mona Ghosh: মার্কিন মুলুকে জালিয়াতির অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত ডাক্তার মোনা ঘোষ

তাঁকে সম্মান জানাতেই তাঁর জীবন ও কর্মজীবনের গল্প নিয়ে এই ছবি তৈরি করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে টলিউড সেন্সেশন মনামী ঘোষকে। কিশোর বয়সী মৃণালের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কোরক সামন্তকে। মৃণাল পুত্র কুণাল সেনের চরিত্রে অভিনয় করবেন সম্রাট চক্রবর্তী। এছাড়াও এই ছবির গানে প্রথমবারের জন্য এক সঙ্গে জুটি বাঁধছেন সোনু নিগম ও অরিজিৎ সিং। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ”মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা। ভাল-মন্দ এটা পরের বিষয়।”