ad
ad

Breaking News

শোভন গঙ্গোপাধ্যায়

স্বস্তিকা এখন অতীত! প্রেমের সুরে ভেসে আছেন শোভন-সোহিনী

Bangla Jago Desk: রাতের অন্ধকার। সামনের দেওয়ালে এসে পড়েছে রাস্তার আলো। ছায়া পড়েছে সামনের গাছটার। তার সঙ্গে দেখা যাচ্ছে আরও দু’জনের ছায়া। বোঝা যাচ্ছে, এক জন ছেলে আর অন্য জন মেয়ে। এমনই একটি ছবি পোস্ট করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তার পরে অবশ্য যে কয়েকটা ছবি পোস্ট করেছেন গায়ক সেখানে একাই আছেন তিনি। নীল শার্ট, কালো […]

Bangla Jago Desk: রাতের অন্ধকার। সামনের দেওয়ালে এসে পড়েছে রাস্তার আলো। ছায়া পড়েছে সামনের গাছটার। তার সঙ্গে দেখা যাচ্ছে আরও দু’জনের ছায়া। বোঝা যাচ্ছে, এক জন ছেলে আর অন্য জন মেয়ে। এমনই একটি ছবি পোস্ট করেছেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। তার পরে অবশ্য যে কয়েকটা ছবি পোস্ট করেছেন গায়ক সেখানে একাই আছেন তিনি। নীল শার্ট, কালো শর্টস পরে প্রকৃতির মাঝে শোভন। যদিও নেট-নাগরিকদের নজর সেই রহস্যময়ী নারীতেই।

অনেকেই জানতে চায়, এই কি শোভনের নতুন বান্ধবী? মাসখানেক আগেই প্রেম ভেঙেছে শোভন আর স্বস্তিকার। কারণ কানে না আসলেও, টলিউডে কানাঘুষো চলতে থাকে তৃতীয় ব্যক্তির আগমনেই দূরে হয়েছিলেন তাঁরা। সেই তৃতীয় ব্যক্তি শোভনের এই বান্ধবীই নয় তো? আপাতত খবর রয়েছে, শোভনের প্রেম জমেছে আপাতত সোহিনী সরকারের সঙ্গে। এই নায়িকারও বিচ্ছেদ হয়েছে সম্প্রতিই।

রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর যিনি বর্তমানে অফিসিয়ালি সিঙ্গেল। কিন্তু কানাঘুষো শোনা যাচ্ছে এই দুজনই মন দিয়ে ফেলেছেন একে-অপরকে। বিশেষ করে তা সামনে আসে সোহিনীর জন্মদিনের পার্টিতে। সেখানে নায়িকার বন্ধুবান্ধবের মাঝে দেখা গিয়েছিল শোভনকেও। তারপরেই চর্চা আরও জোরালো হয়। যদিও গায়ক এবং নায়িকা দু’জনের মুখেই কুলুপ।

Free Access