Bangla Jago Desk : টলিউডে যেন বিয়ের মরশুম শুরু হয়ে গেছে। পরমব্রত-পিয়ার পর এবার সৌরভ-দর্শনার বিয়ের খবরে আলোড়ন পড়েছে। আগামী ১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই দুই তারকা। সৌরভ দাস এবং দর্শনা বণিক দুজনেই টলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। একাধিক ছবি এবং ওয়েব সিরিজে তাদের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বেশ কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল।সূত্রের খবর, ইতিমধ্যেই দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের কার্ড বিতরণ শুরু হয়ে গেছে। বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে হবে তাদের।
এর আগে সৌরভ দাস একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে বিয়ে পর্যন্ত গড়ায়নি কোনটাই। ২০১৭ সাল থেকে তিনি আর এক টলিউড অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু বর্তমানে সেসব অতীত। এখন সৌরভের জীবনে শুধুই দর্শনা।
টলিউডের এই লাভ-বার্ডের বিয়ে নিয়ে জল্পনা যতই হোক, বিয়ে নিয়ে স্পিকটি নট দুজনেই। তবে তাদের ভক্তদের জন্য এই খবর নিঃসন্দেহে সুখবর।সৌরভ দাস এবং দর্শনা বণিক দুজনেই তাদের বিয়ের পরের পরিকল্পনা নিয়ে স্পিকটি নট। তবে সূত্রের খবর, বিয়ের পর তারা দুজনেই নিজেদের কাজের মধ্যেই ব্যস্ত থাকবেন। তবে কিছুদিনের জন্য ছুটি নিয়ে তারা মালদ্বীপে মধুচন্দ্রিমা কাটাবেন বলে জানা গেছে।