সংগৃহীত
Bangla Jago Desk: বিয়ের পর থেকে এমনিতেই সিন্হা পরিবারে অন্তরে চাপা অশান্তি লেগেই চলেছে। এমনকি দাদা লব সিন্হা এমন কিছু কাণ্ড ঘটিয়েছে যে সেই বিষয়ে পোস্ট করতে বাধ্য হয়েছে খোদ সোনাক্ষী। মঙ্গলবার শত্রুঘ্ন ও পুনমের বিবাহ বার্ষিকী ছিল। তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে পারিবারিক ছবি পোস্ট করে লব। কিন্তু সেই ছবিতে ছেটা ফেলা হয়েছে সোনাক্ষীকে। তবে কিছু ঘন্টা কাটতে না কাটতেই সোনাক্ষী তার বিয়ের বিশেষ কিছু ছবি প্রকাশ্যে নিয়ে আসলেন। সেই ছবিগুলির সাথে জড়িয়ে থাকা প্রতিটা মুহূর্তের বর্ণনা দিয়েছেন নায়িকা।
[ আরও পড়ুন: Toofan Box Office Kolkata: ওপার বাংলায় ‘তুফান ‘ এ জনজোয়ার, এপার বাংলায় ছবিতে ভাটা]
আর সেখানেই জানা গেল সোনাক্ষী ও ইকবালের বিয়েতে শাহরুখ খান তাদেরকে কি উপহার দিয়েছিলেন। উল্লেখ্য, ২৩ জুন আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী ও তার দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবাল। তাদের বিয়ের পর থেকে চলছে নানা ধরনের গসিপ। বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে দাদা লবের নাকি এই বিয়েতে একেবারেই মত ছিল না। যদিও তাতে কিছুই আটকায়নি। সকলের উপস্থিতিতে সকালে বিয়ে হয় তারপরই সন্ধ্যেবেলায় প্রীতিভোজের আয়োজন করেছিল সিনহা পরিবার। সেখানে ছিল বি-টাউনের চাঁদের হাট।
সোনাক্ষী ও জাহিদের রিসেপশনে সালমান খান থেকে রবিনা ট্যান্ডন, তব্বু সহ একাধিক তারকারা আসে তাদের এই অনুষ্ঠানে। যদিও বা সেই অনুষ্ঠানে দেখা যায়নি কিং খানকে। কারন সেই সময় কিং খান পরিবারকে লন্ডনে ছুটে কাটাচ্ছিলেন। সোনাক্ষী সম্প্রতি তার একটি সাদা কালো ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে লিফটে নামছে সোনাক্ষী ও জাহির। আর ফোনে শাহরুখ খানের পাঠানো ভয়েস নোট শুনছেন অভিনেত্রী। সোনা কি তার পোস্ট করা ছবির নিচে ক্যাপশনে লিখেছেন, ‘‘ আমাদের দু’জনের সব থেকে প্রিয় শাহরুখের ভয়েস নোট শুনছি। এত শুভেচ্ছা ও ভালবাসা পাঠিয়েছেন আমাদের! বিয়ের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি।’’