ad
ad

Breaking News

Shilpa Shetty

Shilpa Shetty: ‘দুর্নীতির টাকাতেই তো এই বিলাসিতা’, ৩ কোটির বিলাসবহুল গাড়ি কিনে নেটিজেনদের কটাক্ষের স্বীকার রাজ-শিল্পা

আবারো একত্রে শিরোনামে রাজ-শিল্পা। সম্প্রতি কয়েক মাস আগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত  করেছিল

Shilpa shetty raj kundra buy sports car worth rs 3 crore after ed seizes properties

সংগৃহীত

Bangla Jago Desk: আবারো একত্রে শিরোনামে রাজ-শিল্পা। সম্প্রতি কয়েক মাস আগে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত  করেছিল। তাতে হাতছাড়া হয়েছে অভিনেত্রীর নামে থাকা বিলাসবহুল বান্দ্রার ফ্ল্যাটও। এবার ওই আইনি জটের মধ্যে পড়েছে রাজ-শিল্পার তিন কোটির নতুন গাড়ি।

[ আরও পড়ুন: Bangladesh: বাংলাদেশে আটকদের মুক্তি এবং হত্যার বিচার দাবি চেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ

ইডি মামলা থেকে শুরু করে  হাজার কোটির দুর্নিতি সহ অন্য সকল  আইনি জটের মধ্যে থেকে এবার তিন কোটির গাড়ির কিনে আবারো চর্চিত তারকা দম্পতির। তাদের নয়া বিলাসবহুল গাড়ির ভিডিও নেট দুনিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হতে খুব একটা সময় নেয়নি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাজ কুন্দ্রা ছেলেকে নিয়ে ওই বিলাসবহুল গাড়ি থেকে নামছেন। যেখানে ইডির হাতে তাঁদের প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেলো, সে যায়গা থেকে এতো মুল্যের বিলাসবহুল গাড়ি দেখে অবাক হয়েছেন বহু নেটিজেন। কেউ বলেছেন, ‘দুর্নীতির টাকাতেই তো এই বিলাসিতা।’ অনেকে মন্তব্য করেছেন, ‘পিছনে‘ইডি ছুটছে তাও এত দেখনদারি?’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Kundra (@onlyrajkundra)

 

উল্লেখ্য, রাজ কুন্দ্রার নাম আগেই আইপিএল বেটিং ও নীলছবি মামলায় উঠেছিল। তারপর তো বিটকয়েন পঞ্জি স্ক্যামের ৬ হাজার ৬০০ কোটির আর্থিক তছরুপ মামলাতেও রাজ কুন্দ্রার নাম জড়িয়েছে, আর যার জেরে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট রাজ-শিল্পার প্রায় প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে আবার শিল্পা শেট্টির নামে কেনা বিলাসবহুল সমুদ্রমুখী বাংলো সহ রাজ-শিল্পার পুণের প্রাসাদোপম বাংলোও রয়েছে। এমনকি এর সাথে ইডি রাজ কুন্দ্রার ইক্যুয়িটি শেয়ারকেও বাজেয়াপ্ত করে দিয়েছে।