ad
ad

Breaking News

Shefali Jariwala

Shefali Jariwala: শেফালির মৃত্যুর সাতদিন পর আবেগঘন পোস্ট স্বামী পরাগ ত্যাগীর, কি লিখলেন অভিনেতা?

স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন স্বামী পরাগ ত্যাগী।

Shefali Jariwala dies at 42: Husband Parag Tyagi pays tribute

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: অকালেই প্রয়াত হয়েছেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জাড়িওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। শোনা গিয়েছিল, গত শুক্রবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় শেফালি জাড়িওয়ালার। অভিনেত্রীকে তাঁর স্বামী পরাগ ত্যাগী বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত ঘোষণা করেন। শেফালির আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বিনোদন দুনিয়া (Shefali Jariwala)।

আরও পড়ুনঃ Medical Controversy: “চুপ থাকবো না”, রাজ্য মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে শান্তনু

শেফালির হঠাৎ মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন স্বামী পরাগ ত্যাগী। ইতিমধ্যেই শেফালির মৃত্যুর পেরিয়েছে সাতদিন। আর মৃত্যুর সাতদিন পর মুখ খুললেন পরাগ ত্যাগী। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী শেফালির ছবি ভাগ করে নিয়ে পরাগ লিখেছেন, ‘আমার পরী। চিরন্তন, চিরসবুজ ‘কাঁটা লাগা’ গার্ল। তোমার চোখে যা দেখা যেত তার থেকেও তোমার মধ্যে অনেক বেশি গুণ ছিল। তোমার কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা, তোমার জীবনদর্শন ছিল সত্যিই প্রশংসনীয় (Shefali Jariwala)।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parag Tyagi (@paragtyagi)

পেশাগত জীবনেই শুধু নয় তুমি ব্যক্তি শেফালি হিসাবেও ভীষণ ভালো মানুষ ছিল। কত সহজেই সবাইকে আপন করে নিত। সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। মায়া মমতায় জড়িয়ে রাখত সবাইকে ঠিক মায়ের মতোই। শেফালি সবসময় মনের মাঝে থাকবে স্মৃতি হয়ে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি। তোমার জন্য আমার সেই চিরন্তন ভালোবাসাই থাকবে আজীবন।’ আচমকাই স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েছেন পরাগ। আগামী ২ জুলাই শেফালির জন্যে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। যে স্মরণসভায় থাকবে আত্মীয় বন্ধু ও ঘনিষ্ঠরা (Shefali Jariwala)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/