চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বলিউড ও দক্ষিণী সিনেমার বহু অভিনেতা যখন নিজেদের ‘হিরো ইমেজ’ ধরে রাখতে বার্ধক্যকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘জওয়ান’-এ পাকা চুল-দাঁড়িতে অ্যাকশন দৃশ্যে তাঁর উপস্থিতি বুঝিয়ে দিয়েছে, বয়স তাঁর কাছে কেবলই সংখ্যা। আর সেই ধারা বজায় রেখেই এবার আরও এক ‘চার্মিং, ফ্ল্যামবয়েন্ট’ তবে ‘ডার্ক’ চরিত্রে ফিরছেন তিনি, ছবির নাম ‘কিং’। সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দের হাত ধরে তৈরি হচ্ছে এই হাইভোল্টেজ অ্যাকশন থ্রিলার (Shah Rukh Khan)।
‘কিং’ ছবিতে শাহরুখের চরিত্রটি কেমন হবে, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। সম্প্রতি সেই কৌতূহলের পারদ আরও বাড়িয়ে দিলেন অভিনেতা স্বয়ং। ষাটের দোরগোড়ায় এসে পৌঁছানো শাহরুখ এই ছবিতে এক ‘ভীষণ ডার্ক’ বা ধূসর চরিত্রে অভিনয় করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা খুব যত্ন নিয়ে চরিত্রটা সাজিয়েছেন। কিং আদতেই মন্দ লোক। একজন খুনি। অনেক মানুষ খুন করেছে। তাই কিং আদতেই কতটা ভিলেন, আশা করি সেটা আর বলার অপেক্ষা রাখে না। ভীষণ ডার্ক ক্যারেক্টার। মারাত্মক নির্মম, খতরনাক একজন মানুষ কিং। তাহলে বুঝতেই পারছেন ছবিতে আমার চরিত্রটা কেমন?” কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে একই চরিত্রে ভিন্ন দুটি সময়কালের প্রেক্ষাপটে ধরা দেবেন শাহরুখ। তরুণ বয়সে তাঁকে দেখা যাবে রাঘব জুয়ালের সঙ্গে সংঘাতে জড়াতে। অন্যদিকে, বৃদ্ধ বাদশাকে সম্মুখ সমরে লড়তে দেখা যাবে অভিষেক বচ্চনের সঙ্গে। তবে উভয় ক্ষেত্রেই কিং খানের জন্য রয়েছে তুখোড় অ্যাকশন সিকোয়েন্স (Shah Rukh Khan)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
রোম্যান্সের কিং হলেও কেরিয়ারের প্রথম দিকে ‘ডর’, ‘আনজাম’, ‘বাজিগর’, ‘ডন’-এর মতো ছবিতে ‘ব্যাড বয়’ রূপে দর্শকের মন জয় করেছিলেন শাহরুখ। কিন্তু ষাটের কাছাকাছি এসে কেন আবারও এমন একটি খলচরিত্র বেছে নিলেন? এই প্রসঙ্গে অভিনেতার উত্তর, “অভিনেতা হিসেবে বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা খুব দরকার। বিশেষ করে একেকটা গল্পকে একেক আঙ্গিকে দর্শকদের পাতে পরিবেশন করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনওটা রোম্যান্টিক, কোনওটা কমিক আবার কোথাও নায়ক হিসেবে চরিত্রের মধ্য দিয়ে অনুপ্রেরণা জোগাতে হয়। আর আমি সেটাই চেষ্টা করছি।” তাঁর মতে, আজকাল সিনেমা তৈরি করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি চান বছরে এক-দুটি বড় মাপের ভালো সিনেমা উপহার দিতে, যাতে দর্শকরা নিরাশ না হন (Shah Rukh Khan)।