ad
ad

Breaking News

Shah Rukh Khan

Shah Rukh Khan: শাহরুখের চোখে অস্ত্রোপচার, কালো চশমা পরে পার্টিতে হাজির কিং খান 

এর আগে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো চোখের অস্ত্রোপচারের জন্য মার্কিন মুলুকে উড়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা  শাহরুখ খান। তবে এখন চোখের চিকিৎসা  সেরে তিনি মুম্বইয়ে ফিরে এসেছেন

Shah rukh khan at siddharth anand birth day party

সংগৃহীত

Bangla Jago Desk: এর আগে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো চোখের অস্ত্রোপচারের জন্য মার্কিন মুলুকে উড়ে গিয়েছিলেন বলিউড অভিনেতা  শাহরুখ খান। তবে এখন চোখের চিকিৎসা  সেরে তিনি মুম্বইয়ে ফিরে এসেছেন। চিকিৎসার পর চোখে কালো চশমা পরে ব্লকবাস্টার পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের পার্টিতে হাজির হতে দেখা গেল শাহরুখকে ,যা মুহূর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেখা গেল। সূত্র মারফত জানা যাচ্ছে, চোখে অস্ত্রোপচারের কারণেই বাদশাকে কালো চশমা  পড়তে হচ্ছে।

[ আরও পড়ুন: মৃত ৩০০-র কাছে, ওয়েনাডের ভূমিধসে কাদামাটির তলায় আরও মৃতদেহ আটকে থাকার আশঙ্কা]

কালো টি-শার্ট, ম্যাচিং জ্যাকেট ও নীল ডেনিম পরে শাহরুখ  পার্টিতে  উপস্থিত সকলকেই তাক লাগিয়ে দিলেন।এখানেই শেষ নয়, মাথার পেছনে পনিটেল বাঁধা যা সকলের নজর কেড়েছিল এবং চোখে ছিল কালো সানগ্লাস। তবে পার্টিতে তিনি একা ছিলেন না ,সঙ্গে ছিলেন ছায়াসঙ্গী   ম্যানেজার পূজা দাদলানি।  জানা যায় , হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে চলতি বছরের  মে মাসে আইপিএলের একটি ম্যাচে  অসুস্থ হয়ে পড়েন বাদশা। এরপর তড়িঘড়ি তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা  হয়। ধীরে ধীরে ছন্দে ফেরেন  শাহরুখ। ১২ই জুলাই  পরিবারের সাথে   মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতেও অংশ নিতে দেখা গিয়েছিলো বলিউড তারকা শাহরুখকে ।

এরপরই চোখের সমস্যায় ভোগেন বলিউড অভিনেতা। এখন  ছেলে আরিয়ানের কেরিয়ার ও মেয়ে সুহানার বলিপাড়ায়    মাটি শক্ত করতে  ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় বাবা  শাহরুখ ও মেয়ে সুহানা একসাথে জুটি বাঁধতে চলেছে বলে জল্পনা ছড়ায়।তবে জল্পনায় জল ঢেলে তার কিছুদিন যেতে না যেতেই শোনা যায় ,সুজয় ঘোষের পরিচালনাতেই একসাথে অভিনয় করতে দেখা যাবে  শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানাকে। এই প্রথম শাহরুখ-সুহানাকে একসাথে অভিনয় করতে দেখা যাবে। প্রি-প্রোডাকশনের কাজ শুরু  হয়েছে তবে    আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু ঘোষণা এখনও হয়নি।