ad
ad

Breaking News

Shah Rukh Khan

ফ্যানদের জন্য বড় চমক, শাহরুখের জন্মদিন এবার কোথায় উদযাপিত হবে?

এই আয়োজনটি করেছে মুম্বইয়ের শাহরুখ ফ্যানক্লাব।

shah-rukh-birthday-celebration

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন প্রতিটি বছরই তাঁর ভক্তদের কাছে এক বিশাল উৎসবের মতো। আজ, ২ নভেম্বর তিনি ষাট বছরে পা রাখলেন। বছরের পর বছর ধরে এই দিনে মন্নতের সামনে দেশের নানা প্রান্ত থেকে তাঁর ভক্তরা একত্রিত হয়ে উষ্ণ সাক্ষাৎ পাওয়ার আশায় ভিড় জমান। 

কিন্তু এবার সেই চেনা দৃশ্যটি ভিন্ন রকম। মন্নতের মেরামতির কাজ চলায় শাহরুখ বর্তমানে পালি হিলসে থাকছেন তিনি। ফলে মন্নতের বারান্দা থেকে তাঁর স্বকীয় ভঙ্গিমায় দর্শনও বাদ পড়েছে। তবে তিনি ভক্তদের হতাশ হতে দেননি। বিশেষ এই দিনে মন্নতের মেরামত চললেও বারান্দা থেকে সীমিতভাবে দর্শন দেবেন তিনি।  

এছাড়া জন্মদিনে বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও শাহরুখের দেখা পাবেন ভক্তরা। এই আয়োজনটি করেছে মুম্বইয়ের শাহরুখ ফ্যানক্লাব। ইতিমধ্যেই দিল্লি, কলকাতা, দুবাই, দক্ষিণ ভারত ছাড়াও বিদেশ থেকে বহু ভক্ত মুম্বইয়ে ভিড় জমিয়েছেন।

প্রতিবছরের মতো এবারও ভক্তরা প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছেন। সেই ভিড় এবং উন্মাদনার মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের সেই জয়ধ্বনি থেকে উঠে আসে একটাই কথা, ‘শুভ জন্মদিন শাহরুখ খান’।