নিজস্ব চিত্র
Bangla Jago Desk: রোটারি সদনে অনুষ্ঠিত হল সারস্বত সন্ধ্যা। এই দিন ধ্রুপদী সংগঠক রবীন পালকে জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। বিশেষ অতিথিদের হাত দিয়ে ‘ধ্রুবসত্য’ পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন পাল , শঙ্করলাল ভট্টাচার্য, অনুপ মতিলাল, বিশ্বজিৎ মতিলাল, সমর সাহা ও দেবাশিস বসু এবং অপূর্ব গাঙ্গুলী। সেতার বাদনে পণ্ডিত ধ্রুবজ্যোতি চক্রবতী। তার অপরূপ সঙ্গীত পরিবেশন করেন মানুষকে মুগ্ধ করে।
পণ্ডিত ধ্রুবজ্যোতি চক্রবতী এই সঙ্গীত অনুষ্ঠানটি আয়োজন করে সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য। তবলায় ছিলেন পণ্ডিত সমর সাহা। আবৃত্তিতে ছিলেন শ্রাবন্তী বসু। সঞ্চালনায় ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়। এই গৌরবময় সন্ধ্যায় মঞ্চে কলাকুশলীদের উপস্থিতি চাঁদের হাটে পরিণত করেছিল। এই অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে জানানো হয় সম্পূর্ণ অনুষ্ঠানটি সমাজের মানুষের মানসিক চেতনা বৃদ্ধির লক্ষ্যেই এই সঙ্গীত পরিবেশনা করা হয়।