ad
ad

Breaking News

'Aashiqui 3'

তৃপ্তির বদলে সারা! আসছে ‘আশিকী ৩’

সূত্রের খবর, ‘আশিকী ৩’র জন্যে ছবির নির্মাতাদের পছন্দ নবাব কন্যা সারা আলি খান।

Sara instead of satisfaction! 'Aashiqui 3' is coming

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে একজন কার্তিক আরিয়ান। এক কথায় তিনি এই প্রজন্মের হার্টথ্রব। অন্যদিকে অভিনেত্রী তৃপ্তি ডিমরি এখন ন্যাশনাল ক্রাশ। হাজারো ছেলের মনে ঝড় তোলে তার হটনেস।

গত বছরেই মুক্তি পেয়েছে কার্তিক-তৃপ্তি অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া ৩’। যা বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে। ছবিতে কার্তিক-তৃপ্তির জুটিকেও বেশ পছন্দ হয়েছে দর্শকদের। সেই জুটিই আবার বলিউডে ফেরার কথা ছিল ‘আশিকী ৩’ ছবি দিয়ে। কিন্তু না এবার শোনা যাচ্ছে, ‘আশিকী ৩’তে আর দেখা যাবে না কার্তিক-তৃপ্তিকে। বরং এই ছবির জন্যে ছবির নির্মাতাদের পছন্দ অন্য এক বলি অভিনেত্রী। অর্থাৎ ‘আশিকী ৩’ হাতছাড়া হল তৃপ্তির।

সূত্রের খবর, ‘আশিকী ৩’র জন্যে ছবির নির্মাতাদের পছন্দ নবাব কন্যা সারা আলি খান। নির্মাতাদের মতে, ছবির নায়িকার চরিত্রের জন্য তৃপ্তির ইমেজ বড্ড বেশি সাহসী। তাঁদের প্রয়োজন ছিল স্নিগ্ধ সৌন্দর্য। সেই কারণেই নাকি সারাকে পছন্দ তাদের। তবে এখনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি নির্মাতাদের তরফে।

উল্লেখ্য, কার্তিক-সারা এর আগেও জুটি বেঁধে কাজ করেছেন। ‘লাভ আজ কাল’-এর সিক্যুয়েলে জুটি বেঁধেছিলেন কার্তিক-সারা। কিন্তু সে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। খবর সত্যি হলে আবারও একসঙ্গে জুটি বেঁধে কাজ করবেন কার্তিক-সারা।

উল্লেখ্য, রাহুল রায় ও অনু আগারওয়াল অভিনীত ক্লাসিক মুভি আশিকি ছিল নয়ের দশকের নস্ট্যালজিয়া। আজও এই ছবির জনপ্রিয়তা বা জৌলুস বিন্দুমাত্র ফিকে হয়নি। ২০১৩ সালে পরিচালক মোহিত সুরির আশিকি টু-ও ব্লকবাস্টার হয়েছিল। ছবিতে শ্রদ্ধা কপুর আর আদিত্য রয় কপুরের অনস্ক্রিন রোম্যান্সে মজেছিল সবাই। আজও একই রকম রয়েছে সেই ক্রেজ। এখন দেখার কার্তিক-সারা জুটি ‘আশিকী ৩’তে কতটা জায়গা করে নিতে পারে দর্শক মনে।