চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: বলিউড তারকাদের প্রেম মানে টক অফ দা টাউন। তারা কখন কি করছেন?কি খাচ্ছেন? কি পড়ছেন? কোথায় যাচ্ছেন? এসব নিয়ে উৎসাহের শেষ নেই নেটিজেনদের মনে। ঠিক তেমন ভাবেই এখন চর্চায় বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা। বলিপাড়ায় গুঞ্জন প্রেম করছেন এই বলিউড সুন্দরী। তবে কার সঙ্গে প্রেম করছেন সানিয়া জানেন কি?
গুঞ্জন, সেতারবাদক ঋষভ শর্মার সঙ্গে প্রেম করছেন সানিয়া। ঋষভ বয়সে সানিয়ার থেকে প্রায় ৬ বছরের ছোট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, গাড়ির পাশে ঋষভের জন্যে অপেক্ষা করছেন সানিয়া। আর তাতেই একে এক দুই করেছেন নেটিজেনরা। গুঞ্জন, একে অপরের প্রেমে ডুবে আছেন সানিয়া-ঋষভ। তবে এখনো নিজেদের সম্পর্কের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি কেউই।
উল্লেখ্য, ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সানিয়া মালহোত্রা। ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে সানিয়াকে। প্রশংসা কুড়িয়েছে তাঁর অভিনয়। কিছুদিন আগেই বলিউড গায়িকা সুনিধি চৌহানের সঙ্গে ‘আঁখ’ গানে ধরা দিয়েছিলেন অভিনেত্রী।
বলা যায় বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন সানিয়া। অন্যদিকে, ঋষভ শর্মা পেশায় সেতারবাদক। খুব অল্প বয়স থেকেই সেতারের প্রতি অনুরাগ তাঁর। আর একদম অল্প বয়সেই জনপ্রিয়তা অর্জন করেছেন ঋষভ। এখন দেখার গুঞ্জন সত্যি করে সানিয়া-ঋষভ কবে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন।