Bangla Jago Desk : টলিউডে এখন একের পর এক চলছে বিয়ের পর্ব। পরম-পিয়ার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। ইতিমধ্যেই শুরু হয়েছে তাঁর প্রস্তুতি। পাত্র একটি প্রথম শাড়ির ওটিটি প্লাটফর্মের কর্মকর্তা সৌম্য মুখোপাধ্যায়। তাঁদের দুজনের সম্পর্কের কথা অনেক আগে থেকেই জানতেন সকলে। বিষয়টি নিয়ে এক সময় বেশ চর্চাও হয়েছিল। ২রা ডিসেম্বর অর্থাৎ শনিবার হল এই জুটির আংটি বদল পর্ব। আর তারপর ৭ তারিখ ছাদনা তলায় মালা বদল করবেন তাঁরা।
ইতিমধ্যেই শুরু হয়েছে তাঁদের প্রি ওয়েডিং পর্ব। একেবারে খাস কলকাতার রাস্তায় পাশাপাশি হেঁটে, হাতে হাত রেখে, মাটির ভাঁড়ে চুমুক দিতে দিতে নিজেদের প্রি ওয়েডিং পর্ব সেরেছেন তাঁরা। তারই কিছু ঝলক ফুটে উঠেছে অভিনেত্রীর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। নিজেই বেশ কিছু ছবি এবং রিল ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই ফুটে উঠেছে তাঁদের সুন্দর ভালোবাসার বেশ কিছু মুহূর্ত।
প্রসঙ্গত জানা গিয়েছিল যে বৈদিক মতে মহিলা পুরোহিত দিয়ে বিয়ে হবে অভিনেত্রীর। যদিও এখনো বিয়ে কোথায় হচ্ছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। কারণ অভিনেত্রী নিজেই নারাজ সেই বিষয়ে এখনই মুখ খুলতে। সবটাই গোপনে রাখতে চান তিনি। এদিকে প্রি ওয়েডিংয়ের আপডেট আসতেই অভিনেত্রীর ভক্তদের উত্তেজনা ধরা পড়েছে ছবি এবং ভিডিওর কমেন্ট সেকশনে। আবার শনিবার অভিনেত্রীর আংটি বদল পর্ব নিয়ে বেশ কৌতূহল রয়েছে তাঁর ভক্তদের মধ্যে। শুধু তাই নয় অভিনেত্রীর বিয়েতে ঠিক কী চমক রয়েছে সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন তাঁর অগুনিত ভক্তরা।