ad
ad

Breaking News

Samantha celebrates Diwali

একান্তে দীপাবলি উদ্‌‌যাপনে সামান্থা

আলোর উৎসবে মেতে গোটা দেশ। বলিউড থেকে টলিউড দীপাবলি উদ্‌‌যাপনে ব্যস্ত তারকারা। পিছিয়ে নেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও।

Samantha celebrates Diwali in private

Bangla jago Desk: আলোর উৎসবে মেতে গোটা দেশ। বলিউড থেকে টলিউড দীপাবলি উদ্‌‌যাপনে ব্যস্ত তারকারা। পিছিয়ে নেই অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও। নিজের মতো করে দীপাবলি কাটালেন অভিনেত্রী। সাধারণত পরিবার, পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়েই আনন্দ করেন সকলে কিন্তু সামান্থা তেমনটা করলেন না বরং একেবারে নিজের মতো করেই দীপাবলি উদযাপন করলেন অভিনেত্রী। দীপাবলির একগুচ্ছ ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিতে একেবারে ছিমছাম লুকে ধরা দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী। দীপাবলি উপলক্ষে কোনো জমকালো সাজ নয় বরং নো মেক আপ লুকেই ধরা দিয়েছেন সামান্থা। অভিনেত্রী পরনে সোনালি রঙের হাতে বোনা লিনেন জড়ি টিস্যুর আরালিন ড্রেস, সঙ্গে সাদা ট্রাউজার সঙ্গে খোলা চুল।

[আরও পড়ুনঃ আলোর উৎসবের মাঝেই কলকাতায় বিস্ফোরণ, জখম কিশোর

দীপাবলি উপলক্ষে সামান্থা পৌঁছে গিয়েছিলেন রাজস্থানে। রাজস্থানেরই এক দুর্গে একান্তে আলোর উৎসব কাটালেন অভিনেত্রী। কখনো তাকে দেখা গেল পুজো করতে আবার কখনো প্রদীপ জ্বালাতে আবার কখনো বা রঙ্গলির পাশে বসে পোজ দিতে। এখানেই শেষ নয় সঙ্গে রাজস্থানের সেই দুর্গের পরিবেশটাও বেশ উপভোগ করলেন সামান্থা। ছবি গুলি পোস্ট করে সামান্থা ক্যাপশনে লিখেছেন, ‘‘এ রকম একটা পরিবেশে এলে আপনি মানসিক ভাবে শান্তি পাবেন। চারপাশে এত ভালবাসা আর সম্মান দেওয়ার মানুষজন থাকলে আপনার প্রতিটা দিনই উৎসবের মতো মনে হবে।’’ সবমিলিয়ে কাজের ফাঁকে নিজের মতো করেই নিজের সঙ্গে সময় কাটালেন সামান্থা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

উল্লেখ্য, বর্তমানে কাজ নিয়ে দারুণ ব্যস্ত সামান্থা। দক্ষিণ বলিউড মিলিয়ে একের পর এক কাজ করে চলেছেন। ইদানিং সামান্থা ব্যস্ত তার আপকামিং ‘সিরিজসিটাডেল হানি বানি’ নিয়ে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজের ট্রেলার। গোটা ট্রেলার জুড়ে দুর্দান্ত অ্যাকশন তো আছেই সঙ্গে আছে হাতাহাতি, বাইক চেজিং, গোলা বারুদ, এরিয়াল স্টান্ট সহ সব কিছুই। বাদ যায়নি ইমোশনাল দৃশ্যও। সবমিলিয়ে ট্রেলার দারুন নজর কেড়েছে সকলের। আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে এই সিরিজ।

[আরও পড়ুনঃ আলোর উৎসবের মাঝেই কলকাতায় বিস্ফোরণ, জখম কিশোর