চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বিগত কয়েক বছরে একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু পর পর ছবির ব্যর্থতার পরও থেমে থাকার পাত্র নন ভাইজান সলমন খান। আসছে সলমনের নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’। শুক্রবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। শুক্রবার সলমন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নেন ছবির টিজার পোস্টার। ছবির প্রথম ঝলকে সলমনকে দেখা যাচ্ছে রক্তাত্ব অবস্থায়। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। ক্ষত বিক্ষত শরীর, ঝরছে রক্ত। সেই ঝলকের সঙ্গে বাজছে ‘জয় হিন্দ’ রব। আর ভাইজানের এই লুক সামনে আসতেই উচ্ছ্বসিত তাঁর অগুণিত ভক্তরা।(Salman Khan)
View this post on Instagram
[আরও পড়ুনঃ Chelsea F.C.: রুদ্ধশ্বাস লডাইয়ে ব্লুজদের কাছে হার ব্রাজিলিয়ান ক্লাবের]
‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি নির্মিত হয়েছে গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে। ছবির পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। আবহসঙ্গীতের কাজ করেছেন হিমেশ রেশামিয়া। ছবির গানও তিনিই পরিচালনা করেছেন। ছবিতে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। তাঁর চরিত্রের নাম কর্নেল বি সন্তোষ বাবু।
সেনা আধিকারিকের চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত ভাইজান। সূত্রের খবর, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হবে। প্রসঙ্গত, ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা। ওই সংঘর্ষে মৃত্যু হয়েছিল ২০ জন ভাতীয় সেনা জওয়ান এবং চিনা সেনা।(Salman Khan)
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। আর দুই দেশেই এই পরিস্থিতির ছবিই বড় পর্দায় ফুটিয়ে তুলতে চান পরিচালক অপূর্ব লাখিয়া। উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পেয়েছিল সলমন খানের ছবি ‘সিকন্দর’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এখন দেখার ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবি দিয়ে ক্যারিয়ারের খড়া কাটাতে পারেন কিনা বলিউডের ভাইজান।