ad
ad

Breaking News

Din Dosti Dilemma review

মুক্তি পেয়েছে দিল ‘দোস্তি ডিলেমা’! কেমন হল এই সিরিজটি ?

অভিনয় করেছেন অনুষ্কা সেন, কুশ জোতওয়ানি, তানভি আজমি এবং শিশির শর্মার মত অভিনেতারা। একজন বধির এবং মূক কিশোরী আসমারার চরিত্রে দুরন্ত লেগেছে অনুষ্কার অভিনয়।

Released 'Dosti Dilemma'! How is this series?

'দোস্তি ডিলেমা' এর পোস্টারআ (ছবিঃ সংগৃহীত)

The Truth Of Bengal: সদ্য মুক্তি পেয়েছে দিল ‘দোস্তি ডিলেমা’। ৭ পর্বের এই সিরিজটির পরিচালনা করেছেন ডেবি রাও। প্রাপ্তবয়ষ্ক সাত পর্বের এই সিরিজটি কেমন হল সেটাই এবার জেনে নিই।

এই গল্প দর্শকদের নিয়ে যাবে আসমার জগতে, যে একজন বিন্দাস তরুণী। এরপর আসমারা তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য গ্রীষ্মের ছুটিতে বাবা-মায়ের সঙ্গে কানাডায় যাওয়ার পরিকল্পনা করে। এবং বন্ধুরা সেখানে তাকে অনুসরণ করার পরিকল্পনা করে, এরপর আসমার এই সামার ভ্যাকেশনেই গল্পে আসে টুইস্ট অ্যান্ড টার্ন। এই গল্পে রয়েছে পারিবারিক বন্ধন, অকৃত্রিম বন্ধুত্বের কথা এবং রয়েছে প্রথম প্রেমের অনুভূতি, সবে মিলে একেবারে ঘটনার ঘনাঘটায় এগিয়েছে এই সিরিজটি।





এই প্রাপ্তবয়স্ক ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেবি রাও। এতে অভিনয় করেছেন অনুষ্কা সেন, কুশ জোতওয়ানি, তানভি আজমি এবং শিশির শর্মার মত অভিনেতারা। একজন বধির এবং মূক কিশোরী আসমারার চরিত্রে দুরন্ত লেগেছে অনুষ্কার অভিনয়। বেঙ্গালুরুর প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে ৭ পর্বের এই সিরিজটি। সিরিজে যেভাবে প্লটটি উন্মোচিত হয় তাতে অনুমান করা যায়, কিন্তু আধুনিক প্রজন্মের গতানুগতিক ছবি থেকেও দূরে থাকে সিরিজটি। আন্দালিব ওয়াজিদের ২০১৬ সালের ওয়াই এ উপন্যাস Asmara’s Summer-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই যুব-ভিত্তিক রম-কম সিরিজ দিল দোস্তি ডিলেমা।