ad
ad

Breaking News

অ্যানিম্যাল

রণবীরের ‘অ্যানিম্যাল’-এর অগ্রিম বুকিং তুঙ্গে, মুক্তির আগেই চ্যালেঞ্জ ছুঁড়ছে অন্য সব ছবিকে

Bangla Jago TV Desk : রণবীর কাপুরের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই নেটপাড়ায় হইচই। রণবীরের মারকুটে অবতার দেখে একেবারে হতবাক তাঁর অনুরাগীরা। শুধু রণবীর নন, ছবিতে ববি দেওলের লুক দেখেও কাত হয়েছেন অনেকে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবির গল্পেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে ট্রেলারে এমন রোমাঞ্চকরভাবে […]

Bangla Jago TV Desk : রণবীর কাপুরের আসন্ন ছবি ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই নেটপাড়ায় হইচই। রণবীরের মারকুটে অবতার দেখে একেবারে হতবাক তাঁর অনুরাগীরা। শুধু রণবীর নন, ছবিতে ববি দেওলের লুক দেখেও কাত হয়েছেন অনেকে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবির গল্পেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। হিংসা-প্রতিশোধ, রক্তাক্ত অতীত-ভবিষ্যতের সঙ্গে প্রেম-ভালোবাসার বন্য গল্পকে ট্রেলারে এমন রোমাঞ্চকরভাবে তুলে ধরেছে ‘অ্যানিম্যাল’, যা দেখে উত্তেজনায় ফুটছেন বলিউডের দর্শকরা।

এই জল্পনা যে একেবারে মিথ্যে নয়, তার ইঙ্গিত পাওয়া গেল ছবির অগ্রিম বুকিংয়ের হিসেব দেখে। শনিবার থেকেই গোটা দেশে ‘অ্যানিম্যালে’র অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। বুকিং শুরু হতেই তোলপাড়। দিল্লি, মুম্বই-সহ দেশের একাধিক মেট্রো সিটিতে ‘অ্যানিম্যাল’-এর টিকিটের দাম উঠেছে ২২০০ টাকা অবধি। যা কিনা এককথায় অবিশ্বাস্য! বক্স অফিসের হিসেব বলছে, এরই মধ্যে শুধুমাত্র অগ্রিম কালেকশন থেকে ছবির ঝুলিতে ৬ কোটি ৪০ লক্ষ টাকা এসেছে।

শুধু তাই নয়, ইতিমধ্যেই ২ লাখের উপরে টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির। ফিল্ম বিশেষজ্ঞদের মতে, মুক্তির দিনই প্রায় ৫০ কোটির ব্যবসা করবে রণবীরের ‘অ্যানিম্যাল’। যা কিনা বলিউডি ছবির ইতিহাসে একটি রেকর্ড। তাই, রিলিজের আগেই রণবীরের ‘অ্যানিম্যাল’ বলিউডের সব ছবিকে চ্যালেঞ্জ ছুঁড়ছে তা বলাই বাহুল্য।

 

FREE ACCESS