চিত্র: প্রতীকী
Bangla Jago Desk: মঞ্চে চলছে ‘রামায়ণ’ যাত্রাপালা। সামনে দর্শকের ঢল। আচমকা একি কান্ড! মঞ্চেই জীবন্ত শুয়োরের গায়ে পড়ল কোপ। কাঁচা মাংস ভক্ষণ করলেন রাক্ষসের চরিত্রে থাকা অভিনেতা। ইতিমধ্যেই এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতাকে। ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য।
ওড়িশার গঞ্জাম জেলার ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওডিশার গঞ্জাম জেলায় হিঞ্জিলি থানা এলাকার রলাব গ্রামে আয়োজন করা হয়েছিল একটি যাত্রা উৎসবের। যাত্রাটি ছিল পৌরাণিক। ‘রামায়ণ’ এর গল্প তুলে ধরা হয় মঞ্চে। সবকিছু ঠিকঠাক চলছিল। একটি দৃশ্যে দেখা যায়, ‘রাক্ষস’ চরিত্রে অভিনয় করছিলেন বছর ৪৫ এর এক ব্যক্তি। মঞ্চে বাঁধা ছিল জীবন্ত শুয়োর। আচমকা শুয়োরের পেট চিরে কাঁচা মাংস খেতে শুরু করে ওই অভিনেতা।
ঘটনাটি রাজ্যব্যাপী ক্ষোভের জন্ম দেয় এবং সোমবার বিধানসভায় এর নিন্দা করা হয়। সোশ্যাল মিডিয়ায় এর ভিডিও ভাইরাল হলে পশু অধিকারের আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ভয়াবহ ঘটনার সমালোচনা করেছেন।
অভিযোগ, উপস্থিত দর্শকের সামনেই অভিনেতা শুয়োরকে মেরে তার মাংস দিয়ে ভোজন করেন। এই দৃশ্যের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রাণীদের প্রতি হিংসা ও বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে অভিনেতাকে গ্রেফতার করা হয়। সংগঠকদের একজনকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।
বেহরামপুরের ডিভিশনার ফরেস্ট অফিসার (DFO) সানি খোকর জানান, বিষয়টির তদন্ত শুরু হয়েছে। আর কে কে এমন ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তা হল এই যাত্রাপালা চলাকালীন জ্যান্ত সাপও ব্যবহার করা হয়েছে। যা গত আগস্ট মাস থেকে নিষিদ্ধ। পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর।