Bangla Jago TV Desk : উৎসবের মরশুমে দেশের মাটিতে ভাল ব্যবসা করার পর এবার বিদেশের মাটিতে জাঁকিয়ে বসেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। ফলে প্রথম বাংলা ছবি হিসেবে ইন্দোনেশিয়ায় ইতিহাস গড়তে চলেছে ‘রক্তবীজ’। এই প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হচ্ছে সেখানে। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর সিনেমার হাত ধরেই টলিউড প্রবেশ করছে ভারত ও প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী এই দ্বীপরাষ্ট্রে। ইন্দোনেশিয়ার শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবির স্ক্রিনিং হবে আগামী ১১ ডিসেম্বর।
গত রবিবার সিডনির ব্ল্যাকটাউনে ‘রক্তবীজ’-এর শো হাউসফুল ছিল। ভিক্টর-আবির-মিমিদের টানে সিনেমা হলে এসেছেন প্রবাসী দর্শকরা। ছবি দেখে মুগ্ধ হয়েছেন সকলে। পুজোর মরশুমে গত ১৯শে অক্টোবর মুক্তি পেলেও আজও ছবি দেখতে মাল্টিপ্লেক্সে ভিড় জমাচ্ছে দর্শকরা। তাই ষষ্ঠ সপ্তাহেও কলকাতায় রমরমিয়ে চলছে ‘রক্তবীজ’। ইতিমধ্যেই কলকাতায় ছবির বক্স-অফিস কালেকশনও বেশ ঈর্ষণীয়।
নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই কৌতূহল ছিল তুঙ্গে। প্রতিবারের মতো এবারও যে টলিউডের ‘হিট মেশিন’ জুটি বাজিমাত করতে চলেছেন, তা মুক্তির আগেই বেশ আন্দাজ করা গিয়েছিল। IMDB-র মতো সাইটের রেটিং চার্টেও তিন নম্বর স্থান দখল করে নেয় এই সিনেমা। এবার দেশের পাশাপাশি বিদেশেও ‘রক্তবীজ’ যে বাজিমাত করতে চলেছে তা বলা যেতেই পারে।
FREE ACCESS