চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ২০১১ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত ‘রা-ওয়ান’ ছবিটি হিন্দি সিনেমার প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে কল্পবিজ্ঞান ঘরানার একটি কর্মাশিয়াল ছবি হিসেবে পরিচিতি লাভ করেছিল। মুক্তির পর প্রায় এক দশক পেরিয়ে গেলেও ছবিটি ঘিরে অনুরাগীদের আগ্রহ এখনও কমেনি। সম্প্রতি, শাহরুখ খানের ৬০তম জন্মদিনে অভিনেতা নিজেই এই ছবির সিক্যুয়েল আসার ইঙ্গিত দিয়েছেন। ২ নভেম্বর, শাহরুখের জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রাতে তাঁর অনুরাগীদের জন্য একটি ফ্যান মিটের আয়োজন করা হয়েছিল। সেখানেই কিং খান তাঁর ১১ বছর আগের ছবি ‘রা-ওয়ান’-এর সিক্যুয়েল তৈরির বিষয়ে জল্পনা উসকে দেন। ছবিটি বক্স অফিসে আশাতীত সাফল্য না পেলেও, শাহরুখ জানিয়েছেন এটি তাঁর অন্যতম প্রিয় কাজ (Ra-One Sequel)।
আরও পড়ুনঃ দল বেছে নেওয়ার অধিকার প্রত্যেকের আছে, শোভনের ঘর ওয়াপসিতে মন্তব্য অভিষেকের
অভিনেতা বলেন, “রা-ওয়ান আমার কেরিয়ারের একেবারেই অন্য ধরনের ছবি। এই ছবিটির জন্য সত্যিই আমরা প্রচুর পরিশ্রম করেছিলাম।” ছবির ফল নিয়ে খানিকটা আফসোস করে তিনি আরও বলেন, “ছবিতে প্রচুর উপাদান ছিল, ভিজ্যুয়াল এফেক্ট ছিল। তবু মানুষ এটা দারুণ পছন্দ করেনি। তা সত্ত্বেও এই ছবিটা আমার কাছে সত্যিই কাছের (Ra-One Sequel)।”
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
অনুরাগীদের কাছ থেকে ‘রা-ওয়ান’-এর সিক্যুয়েল আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে শাহরুখ খান উত্তর দেন, “এখনই কিছু বলব না। তবে ‘জি-ওয়ান’ যদি পর্দায় আসে, তার চেয়ে ভালো কিছু হতে পারে না। দেখা যাক, কী হয়।” অভিনেতার এই মন্তব্য থেকেই ছবিটি সিক্যুয়েল হওয়ার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত মিলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এই ছবিতে শাহরুখের বিপরীতে ছিলেন করিনা কাপুর খান এবং ছবিটি পরিচালনা করেছিলেন অর্জুন রামপাল (Ra-One Sequel)।