Bangla jago TV Desk : শাহরুখের জায়গায় ডন-থ্রিতে দেখা যাবে রণবীর সিংকে। ফারহান আখতারের এই ঘোষণার পরেই টিনসেল টাউনে শোরগোল পড়ে গিয়েছিল। এবার আবার শোনা যাচ্ছে ডন-থ্রিতে রোমার চরিত্রেও দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে। অর্থাৎ শাহরুখ এবং প্রিয়াঙ্কা কেউ অভিনয় করবেন না ডন-থ্রিতে। ডন-৩তে সবটাই বদলে যেতে বসেছে। ডন যেমন বদলে যাচ্ছে তেমন বদলে যাচ্ছে রোমা চরিত্রের অভিনেতাও। রোমা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোবিতা ধুলিপালাকে। সোবিতা সিনেমায় সেভাবে নাম না করতে পারলেও ওয়েব দুনিয়ায় বেশ নাম কিনেছেন।
বিশেষ করে নাইট ম্যানেজার ওয়েব সিরিজে তাঁর বোল্ড অভিনয় বেশ উষ্ণতা ছড়িয়েছে দর্শকদের মনে। শাহরুখ থাকবে না জানার পর এসআরকে অনুরাগীরা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন। ফারহান আখতারের প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু ফারহান আখতার নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি বলেছেন অমিতাভ বচ্চনের জায়গায় যখন শাহরুখ খানকে নিয়ে ডন-টু করি তখন একই সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ফারহানের ডন-টুর সময় প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখে সম্পর্কের রসায়ন অনেকটাই গড়িয়েছিল। সম্পর্কের জল এতটাই গড়িয়েছিল যে শেষমেশ ময়দানে নামতে হয় শাহরুখ পত্নী গৌরী খানকে।
তারপরে বলা হয় প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে তিনি বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেন। তারপরে খুব কম সিনেমাই এখন বলিউডে করেছেন তিনি। তাই, ডন-থ্রিকে তাঁর বলিউড কামব্যাক ছবি হিসেবে মনে করছিল প্রিয়াঙ্কার ভক্তরা। তাছাড়া, ফের বড় পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কার ফের অনস্ক্রিন রোম্যান্স দেখা যেত ডন-থ্রিতে।কিন্তু, এবার ছবি থেকে শাহরুখ-প্রিয়াঙ্কার হিট জুটিকে রিপ্লেস করে রিলিজের আগে অনেকটাই যে চ্যালেঞ্জ নিয়ে ফেললেন ফারহান আখতার তা বলাইবাহুল্য।
FREE ACCESS