চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: নিজের অফিস থেকে ৪০ লক্ষ টাকা খোয়ালেন সুরকার প্রীতম চক্রবর্তীতাঁর সহযোগী আশিস সায়ালের অভিযোগের তীর দিকে। ঘটনাটি ঘটেছে ৪ ফেব্রুয়ারি। ঘটনার পর থেকেই নিখোঁজ আশিস। সাতদিন অতিক্রান্ত হয়ে গেলেও তাঁর কোনো পাত্তা নেই। এমনকি ফোনেও পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন প্রীতম চক্রবর্তী।
জানা যায়, মধু মন্টেনার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক কর্মী প্রীতমের অফিসে গিয়ে ব্যাগ ভর্তি ৪০ লক্ষ টাকা দেন সুরকারের ম্যানেজার বিনীত ছেডাকে। ওই ব্যাগে ছিল ৮ হাজারটি ৫০০ টাকার নোট। সেই সময় প্রীতমের অফিসে উপস্থিত ছিলেন পরিচালক আহমেদ খান, কমল দিশা এবং আশিস সায়াল। ম্যানেজার বিনীত যখন কিছু কাগজপত্র সই করতে প্রীতমের বাড়িতে গিয়েছিলেন, তখন ব্যাগটি স্টুডিওতে রেখে যান। পরে ফিরে এসে তিনি ব্যাগটি আর খুঁজে পাননি।
অন্যদিকে, পরিচালক আহমেদ খান জানান, আশিস সায়াল তাকে বলেছিলেন যে, তিনি ওই টাকা প্রীতমের বাড়িতে পৌঁছে দেবেন। কিন্তু রাতের পর থেকে আশিস সায়াল উধাও হয়ে যায়। ফোনেও তিনি উত্তর দেননি। সাতদিন অতিক্রান্ত হয়ে গেলেও আশিসের কোনো খোঁজ পাওয়া যায়নি। কার্যত পুলিশের দ্বারস্থ হন প্রীতম চক্রবর্তী। প্রীতমের দাবি, আশিস সায়াল তাঁর অফিসের বহু বছরের সহকর্মী ছিলেন। মুম্বই পুলিশ ইতিমধ্যে আশিস সায়ালের খোঁজ শুরু করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করছে।