ad
ad

Breaking News

Manoj Mitra

Manoj Mitra: প্রয়াত জনপ্রিয় বর্ষিয়ান বাঙালি অভিনেতা মনোজ মিত্র

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। 

Popular Bengali actor Manoj Mitra passed away

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : পরলোক গমন করলেন জনপ্রিয় বাঙালি অভিনেতা মনোজ মিত্র। মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

চলচ্চিত্র ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্য মনোজ মিত্র প্রয়াত। মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার চলচ্চিত্র ও সংস্কৃতি জগতে।

থিয়েটার ও সিনেমা জগতের এক পরিচিত মুখ মনোজ মিত্র। তিনি ‘বাঞ্ছারামার বাগান’ ও ‘আদর্শ হিন্দু হোটেল’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার প্রাপ্ত অভিনেতার প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া। থিয়েটার জগতের দাপুটে শিল্পী ভর্তি ছিলেন সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল, অভিনেতার হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। সঙ্গে জানিয়েছিল হার্ট পাম্পের সমস্যা ও রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকার কথা। মনোজ মিত্রের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। কিন্তু সে চেষ্টা ব্যর্থ করে পরলোক গমন করেছেন প্রবীণ অভিনেতা।

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর ব্রিটিশ ভারতের সাতক্ষিরা জেলার ধূলিহর গ্রামে জন্ম হয়েছিল মনোজ মিত্র। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে ১৯৫৮ সালে দর্শনে স্নাতক হন, তারপর এই কলেজেই থিয়েটারে দীক্ষিত হন অভিনেতা। সঙ্গী হিসেবে পাশে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো ব্যক্তিত্বদের। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ করেন তিনি। ডক্টরেটের জন্য গবেষণা শুরু করেছিলেন।

১৯৫৭ সালে কলকাতায় মঞ্চনাটকে অভিনয় শুরু করেছিলেন মনোজ মিত্র। তিনি প্রবীণ পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চ্যাটার্জির ছবিতেও শতাধিক নাটক লিখেছেন তিনি। ১৯৫৯ তাঁর লেখা প্রথম নাটক ‘মৃত্যুর চোখে জল’ হলেও তিনি ১৯৭২ সালে লেখা ‘চাক ভাঙা মধু’ নাটকের মাধ্যমে পরিচিতি পান। ১৯৮৫ সালে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারও পেয়েছিলেন মনোজ মিত্র।