ad
ad

Breaking News

নুসরত ভারুচা

ভারতে ফিরলেন নুসরত ভারুচা! ইজরায়েলে আটকে ছিলেন নুসরত!

Bengla Jago Desk: চরম বিপদের মধ্যে ছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা। কোন ভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না তার সঙ্গে। এর ফলে  চরম উৎকন্ঠায় ছিলেন নুসরতের পরিবার ও তার অনুরাগীরা। আসলে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল। এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতেই সেখানে ফেঁসে গিয়েছেন অভিনেত্রী নুসরত ভারুচা এবং তাঁর টিম। সংবাদমাধ্যমকে […]

Bengla Jago Desk: চরম বিপদের মধ্যে ছিলেন অভিনেত্রী নুসরত ভারুচা। কোন ভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না তার সঙ্গে। এর ফলে  চরম উৎকন্ঠায় ছিলেন নুসরতের পরিবার ও তার অনুরাগীরা। আসলে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় বিধ্বস্ত ইজরায়েল। এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতেই সেখানে ফেঁসে গিয়েছেন অভিনেত্রী নুসরত ভারুচা এবং তাঁর টিম।

সংবাদমাধ্যমকে অভিনেত্রীর টিমের এক সদস্য জানায়, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে নুসরত সেখানে গিয়েছিলেন। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁর সঙ্গে শেষবার কথা বলা সম্ভব হয়েছিল। তার পর থেকেই আর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। সেই সময় নুসরত জানিয়েছিলেন, তিনি কোনও বেসমেন্টে রয়েছেন। আর সুরক্ষিতও রয়েছেন।  কিন্তু তারপর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় চরম উৎকন্ঠায় রয়েছেন নায়িকার পরিজনেরা।

তবে সব চিন্তার অবসান ঘটিয়ে রবিবার ভারতীয় দূতাবাস অভিনেত্রীকে দেশে ফিরিয়ে এনেছেন। প্রসঙ্গত শনিবার প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী ইজরায়েলকে লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে! এই হামলায় বহু মানুষেরে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। সেই পরিস্থিতি থেকে  সুরক্ষিতভাবে নুসরত দেশে ফিরে আসায় খুশি নায়িকার আত্মীয় , বন্ধুবান্ধ সহ অনুরাগীরা।

Free Access