Bangla Jago TV Desk : গত বেশ কিছুদিন ধরে বলিপাড়ায় গুঞ্জন চলছিল। তবে অবশেষে এবার ফাঁস হল সত্যিটা। জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়ার গোপন সম্পর্ক এবার সামনে এলো সকলের। শিখর নিজেই একথা স্বীকার করেছেন। সম্পর্কে তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। সোশ্যাল মিডিয়াতে খুনসুটি চলে তাঁদের। সম্প্রতি একটি পোস্টে শিখর জাহ্নবীকে লেখেন, “চিন্তা করো না, আমি শুধু তোমারই”। তাঁদের এই খুনসুটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। তাঁরা সরাসরি মুখে কিছু না জানালেও এই ব্যক্তিগত কথাবার্তাগুলি তাঁদের সম্পর্কের সেই মোহর দিয়ে দিয়েছে। প্রসঙ্গত এর আগে জাহ্নবী আর শিখর বহুদিন ধরেই সম্পর্কে ছিলেন। মাঝে তাঁদের মধ্যে কিছু সমস্যা হয়। তারপর আবার এক হয়ে যান তাঁরা। জাহ্নবীর জন্মদিনে শিখরের সঙ্গে তিরুপতিতে পুজোও দিতে গিয়েছিলেন। শুধু তাই নয় মাত্র কিছুদিন আগেই বোন খুশি কাপুরের জন্মদিনের ঘরোয়া পার্টিতেও উপস্থিত ছিলেন শিখর। আবার পার্টিতেও তাঁদেরকে একসাথেই দেখা গিয়েছে। সুতরাং বুঝতেই পারছেন তাঁদের প্রেম একেবারে জমজমাট। তবে এবার তাঁদের এই প্রেম আগামী দিনে কত দূর পৌঁছে এখন সেটাই দেখার।
FREE ACCESS