ad
ad

Breaking News

naga chaitanya

সামান্থার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন নাগা চৈতন্য, কি বললেন অভিনেতা?

সামান্থা ও নাগা চৈতন্যর বিয়ে হয়েছিল ২০১৭ সালে। তবে ২০২১ এ ছেদ পড়ে সেই সর্ম্পকে। বিচ্ছেদের পথে হাটেন সামান্থা ও নাগা। বিচ্ছেদের পর সামান্থা কেরিয়ার মন দিলেও আবারও প্রেমে পড়েন নাগা।

Naga Chaitanya opened up about his breakup with Samantha, what did the actor say?

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: সামান্থা রুথ প্রভু এবং নাগা চৈতন্য। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কয়েক বছর হল কিন্তু এখনও চর্চার শেষ নেই। সম্প্রতি নাগা চৈতন্য দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সেই চর্চা বেড়েছে আরও কয়েকগুণ। এবার সামান্থার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন নাগা চৈতন্য। সম্প্রতি নাগা ব্যস্ত তাঁর নতুন ছবি ‘থান্ডেল’-এর প্রচারে। তেমনই এক অনুষ্ঠানে নিজের প্রথম বিবাহ এবং বিচ্ছেদ নিয়ে কথা বললেন তিনি। নাগা বলেন, “২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে তাঁরা দু’জনে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। এই সিদ্ধান্ত তাঁরা দু’জনে মিলে নিয়েছিলেন। এখনও তাঁরা পরস্পরকে শ্রদ্ধা করেন। কিন্তু সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এমন ভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, যেন তিনি খুব অপরাধী।”

অভিনেতা আরও বলেন, “আমরা চেয়েছিলাম নিজেদের পথে চলতে। আমাদের ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা পরস্পরকে শ্রদ্ধা করি। নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না। আমি খুশি মনে এগিয়ে গিয়েছি। সামান্থাও খুশি মনে এগিয়েছে নিজের জীবনে। আমার জীবনে আবার প্রেম এসেছে। আমি খুবই খুশি।আমি নিজে একটি ভাঙা পরিবারের সন্তান। কোনও সম্পর্ক ভাঙার আগে তাই আমি হাজার বার ভাবি। কারণ আমি জানি, এর প্রতিক্রিয়া কী হতে পারে।”

উল্লেখ্য, সামান্থা ও নাগা চৈতন্যর বিয়ে হয়েছিল ২০১৭ সালে। তবে ২০২১ এ ছেদ পড়ে সেই সর্ম্পকে। বিচ্ছেদের পথে হাটেন সামান্থা ও নাগা। বিচ্ছেদের পর সামান্থা কেরিয়ার মন দিলেও আবারও প্রেমে পড়েন নাগা। গত দুবছর ধরে শোভিতা ধূলিপালার সঙ্গে সম্পর্কে জড়ান নাগার্জুনপুত্র। এরপর গত ৪ ডিসেম্বর আর এক দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন নাগা চৈতন্য।