চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’ (Movie Release)। ১২ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে চলেছে দেব-শুভশ্রীকে। বছরের পর বছর ধরে এই ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা। সেই অপেক্ষা শেষ হতে চলেছে খুব শীঘ্রই। আগামী ১৪ই অগাষ্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। ছবি মুক্তির আগেই একসঙ্গে ধরা দিলেন দুজনে।
View this post on Instagram
ছবি মুক্তির দিন ঘোষণা হওয়ার পর থেকেই দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচারে দেখা যাবে কিনা সেটা নিয়ে জল্পনার শেষ ছিল না। কিন্তু অবশেষে একসঙ্গে প্রচারে দেব-শুভশ্রী। শুক্রবার দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ‘ধূমকেতু’ ছবির প্রচারের ঝলক। যেখানেই একপ্রকার একসঙ্গেই ছবির প্রচারে দেখা গেল দুজনকে। দেবের পোস্ট করা ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে। সেখানেই তাঁদের বলতে শোনা যাচ্ছে “বারো বছর পর আমরা আবার একসঙ্গে (Movie Release)।
সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। ‘ধূমকেতু’ আসছে বড়পর্দায়। অবশেষে এই ১৪ আগস্ট। দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়। আমাদের ছবি ‘ধূমকেতু।” তবে দেব-শুভশ্রীর এই বার্তার পর কার্যত উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা। স্বাভাবিকভাবেই দেব-শুভশ্রী জুটিকে বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা(Movie Release)।