ad
ad

Breaking News

মিমি

বলিউডে পা টলিউড অভিনেত্রীর, নিজেই শেয়ার করলেন তাঁর প্রথম বলিউডি ছবির ট্রেলার

Bengla Jago Desk: মিমি যে বলিউডে পা রাখতে চলেছেন, সে খবর নতুন নয়। এবার সেই ছবির মুক্তির তারিখ শেয়ার করলেন তিনি । ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।পুজোর সময় দিয়েছিলেন সুখবর। প্রকাশ্য়ে এনেছিলেন প্রথম ঝলক। […]

Bengla Jago Desk: মিমি যে বলিউডে পা রাখতে চলেছেন, সে খবর নতুন নয়। এবার সেই ছবির মুক্তির তারিখ শেয়ার করলেন তিনি । ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। এই ছবিটিও পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাঁদের ‘পোস্ত’ ছবিটিরই হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’।পুজোর সময় দিয়েছিলেন সুখবর। প্রকাশ্য়ে এনেছিলেন প্রথম ঝলক। আর এবার মিমি নিজেই শেয়ার করলেন তাঁর প্রথম বলিউডি ছবির ট্রেলার।

পরিচালক দ্বয়ের হিট ছবি ‘পোস্ত’, এই ছবিরই হিন্দি ভার্সন শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী। বাংলা ছবিটিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যের মতো তাবড় অভিনেতারা। মায়ের চরিত্রে হিন্দি ছবিতে থাকছেন মিমিই। অন্যান্য চরিত্রে বদল হবে মুখ। পরেশ রাওয়াল, নীনা কুলকার্নিদের দেখা যাবে অন্যান্য চরিত্রে।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ’।যে ছবিতে দাপুটে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তারকা সাংসদকে। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কম কসরত করতে হয়নি মিমিকে। আবাসনের ভিতরেই রোজ নিয়ম করে বুলেট বাইক চালানো প্র্যাকটিস করতে হয়েছে। পয়লা দিনেই ভাল সাড়া ফেলেছে ‘রক্তবীজ’।

Free Access