ad
ad

Breaking News

Shaharukh Khan

শাহরুখকে প্রাণ নাশের হুমকির ঘটনায় গ্রেফতার আইনজীবী

মুম্বই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে। যেখানে বলা হয়েছে, ৫০ লক্ষ টাকা না দিলে খুন করে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। আর হুমকি ফোন আসার পরেই ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে রওনা দেয় মুম্বই পুলিশ।

Lawyer arrested for threatening Shah Rukh Khan

সংগৃহীত

Bangla Jago Desk: এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যার পর হুমকি দেওয়া হয় সলমন খানকে। আর এর পরে  প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলিউড অভিনেতা শাহরুখ খানকে। কিং খানকে হুমকি দেওয়ার ঘটনায় এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

এমনই খবর পাওয়া গেছে। মুম্বই পুলিশের কাছে একটি উড়ো ফোন আসে। যেখানে বলা হয়েছে, ৫০ লক্ষ টাকা না দিলে খুন করে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। আর হুমকি ফোন আসার পরেই ফোনের লোকেশন যাচাই করে ছত্তিশগড়ে রওনা দেয় মুম্বই পুলিশ।

জানা গিয়েছে, ফয়জান খান নামের এক ব্যক্তির নম্বর থেকেই ওই হুমকি ফোন গিয়েছিল পুলিশের কাছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আর এরপরই হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের একটি টিম ফয়জান খানের বাড়িতে যান। সেখানে গিয়ে তদন্তকারী পুলিশকর্মীরা জানতে পারেন, ফয়জান নামের ওই ব্যক্তি পেশায় উকিল।

ফয়জানের দাবি, গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে তাঁর মোবাইল ফোন চুরির ভিত্তিতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ফয়জানের বক্তব্যে মুম্বই পুলিশ অসঙ্গতি পাওয়ার কারনেই ছত্তিশগড় থেকে আইনজীবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, প্রাণনাশের হুমকির উড়ো ফোন আসার পরই শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বলিউড অভিনেতাকে ওয়াই প্লাস নিরাপত্তার মধ্যে রয়েছেন।