Bengla Jago Desk: অর্জুন কাপুর ছোট একটি শহরের এক প্লেবয়। তিনি একটি তুষারে ঢাকা পাহাড়ি এলাকায় উপস্থিত হয়েছেন। সেখানে তিনি ভূমি পেদনেকরের মুখোমুখি হন, যিনি একজন প্রাক্তন | মহারাজার কাছে ছোটি রানি উপাধি পেয়েছিলেন। নানা ব্যক্তিগত অশান্তির মোকাবিলা করছেন তিনি। লালসা, ক্রোধ এবং প্রেমের দ্বারা উজ্জীবিত তাঁদের অনির্ধারিত সম্পর্কটি তাঁদেরকে বিশ্বাসঘাতকতা এবং ধ্বংসাত্মক পথে নিয়ে যায়। শেষ দৃশ্যে যা হত্যার ইঙ্গিত দিয়েছে।
দ্য লেডি কিলারের ভূমি এবং অর্জুনের চরিত্র দেখে বেশ উৎসাহী ছিল দর্শকরা।কিন্তু যেভাবে আশা ছিল সেসব আশায় জল কার্যত। কারন, যেখানে শাহরুখ খান বছরে ২২০০ কোটির দুটি ব্লকবাস্টার উপহার দিলেন, সেখানে মাত্র ২৯৩ জন লোক নিয়ে অর্জুন কাপুরের লেডি কিলার মুক্তি পেল। সারা দেশ জুরে প্রথম দিনে আয় মাত্র ৩৮ হাজার। এ যেন প্রবল লজ্জা বলিউডের! মুক্তি পেয়েছে অর্জুন কাপুর এবং ভূমি পেডনেকার অভিনীত ‘দ্য লেডিকিলার।’
কিন্তু রাজ কুন্দ্রার ছবি দুর্দান্ত ভাবে রিলিজ করলেও অর্জুনের ছবির ওপেনিং খুব বিপর্যয়কর হয়েছে। কারণ তাঁর ছবি শুধুমাত্র ২৯৩ জন লোক দেখতে গিয়েছে। দ্য লেডিকিলারের প্রথম দিনে মাত্র ২৯৩ টি টিকিট বিক্রি হয়েছে। অর্জুন কাপুর নিজেই আগে স্বীকার করেছিলেন যে, দ্য লেডি কিলার তাঁর কেরিয়ারের সবচেয়ে আবেগপূর্ণ চলচ্চিত্র। তিনি ছবিটির ইনটেনসিটির উপর জোর দিয়েছিলেন। তাঁর মতে, এটি একটি খুব বাস্তব প্রেমের গল্প । তবে সেই গল্প সিনেপ্রেমিরা বুঝলেন না ।
Free Access