চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: বলিউডের ঝলমলে গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে ফের মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বিনোদন জগতে তাঁর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে এই বৈষম্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যা ইতিমধ্যেই ইন্টারনেট জগতে আলোচনার ঝড় তুলেছে। বর্তমানে বলিউডের মানচিত্রে কৃতি শ্যানন শুধু একটি পরিচিত মুখ নন, তিনি এক অনন্য যাত্রার প্রতীক। এক দশকেরও বেশি সময় ধরে তিনি শুধুমাত্র নিখাদ প্রতিভা ও অদম্য জেদ-এর জোরে বলিউডের রোলার-কোস্টার যাত্রায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যেখানে তাঁর কোনো গডফাদার বা পরিচিতি ছিল না (Kriti Sanon)।
আরও পড়ুনঃ শক্তি হারাচ্ছে নিম্নচাপ, মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে উত্তরে
নিজের জীবনের অনুপ্রেরণা সম্পর্কে কথা বলতে গিয়ে কৃতি শ্যানন তাঁর মায়ের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আমার মা এমন এক সময়ে বড় হয়েছেন, যখন ছেলেরা অনেক কিছু করতে পারত, কিন্তু মেয়েরা পারত না… একমাত্র যেটার জন্য তিনি লড়াই করেছিলেন, তা হলো পড়াশোনা। আর তিনি একজন অধ্যাপিকা হয়েছেন।” মায়ের এই অভিজ্ঞতা থেকেই কৃতির জীবনের মূলমন্ত্র তৈরি হয়েছে: ‘তুমি যা করতে চাও, করো। যেটার স্বপ্ন দেখো, তার পিছনে ছোটো (Kriti Sanon)।’
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
বলিপাড়ায় নারীদের প্রতি বৈষম্য নিয়ে কৃতি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি দাবি করেন, “ছোট ছোট বিষয়, যেমন পুরুষ অভিনেতা ভালো গাড়ি বা ঘর পাচ্ছেন… এটা আসলে গাড়ির বিষয় নয়, বরং মেয়েদের ছোট করে দেখানোর বিষয়। আমি সমতা চাই।” তিনি আরও যোগ করেন, কাজের ক্ষেত্রেও এই বৈষম্য চোখে পড়ে: “অনেক সময় দেখা যায়, সহকারী পরিচালকরা মেয়েদের আগে ডাকেন, ছেলেদের জন্য অপেক্ষা করেন। আমি বাধ্য হয়ে নিজে গিয়ে কথা বলেছি, এটা যেন তাঁরা না করেন। মানসিকতা বদলানো দরকার।” কৃতির এই সাহসী বক্তব্য বলিউডের ভেতরের অসমতার চিত্রটি আবারও প্রকাশ্যে আনল (Kriti Sanon)।