সংগৃহীত
Bangla Jago Desk: ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ও ‘ক্রু’-এর মতো পরপর হিট ছবি দেওয়ার পর আসছে কৃতী স্যাননের পরবর্তী ছবি। শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে কাজল ও কৃতী অভিনীত ক্রাইম থ্রিলার ‘দো পাত্তি’। ঘোষণা করা হল ছবি মুক্তির দিন। আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি।
Ab hoga khel shuru, lekin iss kahaani ke hai do pehlu 🃏🔥 Do Patti releases on 25 October, only on Netflix. #DoPattiOnNetflix pic.twitter.com/09zB3CTXlX
— Netflix India (@NetflixIndia) September 30, 2024
[ আরও পড়ুন: ‘মন্দির হোক বা দরগাহ কেউ বাধা সৃষ্টি করতে পারবে না’, বুলডোজার পদক্ষেপ নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের]
ছবির প্রেক্ষাপট উত্তরাখণ্ডের এক কাল্পনিক শহর দেবীপুরকে কেন্দ্র করে। প্রেম, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং নাটকীয় উত্থান-পতনে মোড়া এই ছবির গল্পে পরতে পরতে থাকছে রহস্যের জট। আর সেই রহস্যের জট কাটাতে আইনের শাসন কায়েম করবেন এক অসম সাহসী পুলিশ অফিসার। মিলবে ন্যায়বিচারও। আপাতদৃষ্টিতে ঝকমকে একটি শহরের নীচে জমে থাকা ঠিক বিপরীতেই গাঢ় অন্ধকারের ছবি তুলে ধরবে ‘দো পাত্তি’।
[ আরও পড়ুন: Bangladesh: দেশে শান্তি ফেরাতে আপ্রাণ চেষ্টায় প্রধান উপদেষ্টা, দাবি ইউনুসের]
এদিন ছবি মুক্তির দিন ঘোষণার অনুষ্ঠানে কিছু প্রোমশনাল ভিডিও ক্লিপিংসও দেখানো হয়। সেখান থেকেই স্পষ্ট হয় ছবিতে রয়েছে কৃতীর একের পর এক চমক। ছবিতে অভিনয় ছাড়াও আরও একটি দায়িত্বে রয়েছেন কৃতী। এই ছবির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন কৃতী। ছবিতে যমজ বোন হিসেবে দ্বৈত চরিত্রে দেখা যাবে কৃতীকে। ছবিতে রয়েছেন বলিউড অভিনেত্রী কাজলও। কাজলকে এই ছবিতে একজন ডেয়ার ডেভিল পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে। আর এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন ছোটোপর্দার অভিনেতা শাহির শেখ। আগামী ২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।