ad
ad

Breaking News

RG Kar Protest

‘কন্যাশ্রী’ ও ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের কথা টেনে আরজি কর কাণ্ডে কড়া বার্তা দেবের

রাজ্যের 'কন্যাশ্রী’ এবং কেন্দ্রের  ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের কথা টেনে আরজি কর কাণ্ডের প্রসঙ্গে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ দেব।

'Kanyashree' and 'Beti Bachao Beti Padhao' project will give a strong message on RG tax case

চিত্র : সংগৃহীত

Bangla Jago  Desk : কলকাতার আরজি কর কাণ্ডে তোলপাড় হয়েছে গোটা দেশ। এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন আমজনতা থেকে সব মহল। এই তালিকায় বাদ যায়নি বিনোদন জগতও। এবার রাজ্যের ‘কন্যাশ্রী’ এবং কেন্দ্রের  ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের কথা টেনে আরজি কর কাণ্ডের প্রসঙ্গে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ দেব। বুধবার ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নতুন ডায়ালিসিস যন্ত্র উদ্বোধন করতে গিয়েছিলেন দেব। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরজি কর প্রসঙ্গে দেব বলেন ‘‘আরজি করে যা হয়েছে খুবই দুঃখজনক, নিন্দনীয়।

[ আরও পড়ুন : Bangladesh: অস্বস্তিতে শেখ হাসিনা, দায়ের হল আরও ছয়টি হত্যা মামলা ]

তার প্রতিবাদ করাই উচিত। সাধারণ মানুষ সেই আবেগ থেকেই পথে নেমেছেন। আমাদের নিশ্চিত করতে হবে, আর কারও সঙ্গে যেন এমন না হয়। ধর্ষকেরা এই অপরাধ করার আগে যেন ভয় পায়। এটা তো শুধু বাংলা বা অন্য কোনও রাজ্যের বিষয় নয়, এটা সারা দেশের বিষয়। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ বা ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর কোনও মানেই নেই, যদি দেশের মেয়েদের আমরা রক্ষা করতে না পারি।’’ আরজি আবহে যখন তোলপাড় হয়েছে গোটা দেশ। এই পরিস্থিতে কেন্দ্রের কি করণীয় সেটাও বললেন তৃনমূল সাংসদ দেব। তিনি বলেন ‘‘কেন্দ্রের উচিত এখনই সর্বদল বৈঠক ডাকা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসা।

[ আরও পড়ুন : Daniels: ভাইরাল অস্ট্রেলিয়ান এসকর্টের সাক্ষাৎকার; কোন গোপন তথ্য ফাঁস করলেন ড্যানিয়েলস ? ]

ধর্ষণ আটকাতে এবং ধর্ষকের শাস্তি ঠিক করতে আলোচনা হোক। দেশের সংবিধানে কঠোর নিয়ম আসা উচিত। ধর্ষণবিরোধী বিল আনা দরকার। আমাদের দেশে নারীদের জন্য এত প্রকল্প। তা সত্ত্বেও আমরা নারীদের রক্ষা করতে পারছি না। দেশে প্রতি দিন ধর্ষণ হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করছি। কিন্তু কিছু রাজনৈতিক দল অশান্তির চেষ্টা করছে। এটা বাংলার সরকার ফেলা, বা বাংলার সরকারকে হেনস্থা করার সময় নয়। এটা শুধু বাংলার লজ্জা নয়, ভারতের প্রতি দলের প্রতি রাজ্যের লজ্জা। এই আন্দোলনকে আমরা যেন মনে রেখে দিতে পারি।’’